উল্লেখ্য, আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে দিল্লি থেকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ দল। আদালতের নির্দেশের পর তাঁকে আসানসোল সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তিনি অসুস্থ বোধ করেন। এরপর তাকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে।
advertisement
আরও পড়ুন - রাজভবনে পালিত হবে ‘বাংলার নববর্ষ’, সেদিন থেকেই সাধারণের জন্য উন্মুক্ত হবে রাজভবন
আরও পড়ুন - শুষ্ক গরম, কলকাতায় লাফিয়ে বাড়বে তাপমাত্রা, শহর পুড়ছে ৩৮ ডিগ্রিতে, বাঁকুড়ায় প্রায় ৪০
হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর বিজেপি নেতাকে বর্ধমান জেলা হাসপাতালে রেফার করা হয়। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। অন্যদিকে কলকাতা নিয়ে যাওয়ার ফলে জিতেন্দ্র তিওয়ারিকে পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে। তারপর এদিন সেই মামলার শুনানির জন্য বিজেপি নেতাকে আনা হয়েছিল আসানসোল আদালতে।
এদিন আদালত চত্বরে হাজির হয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। তিনি এদিন বলেন, জিতেন্দ্র তিওয়ারি পুলিশের সঙ্গে তদন্তে যথেষ্ট সহযোগিতা করছিলেন। তাই তার গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির সুস্থতার জন্য তিনি আসানসোলের মানুষ এবং ভগবানকে ধন্যবাদ দিয়েছেন।
Nayan Ghosh