আরও পড়ুন: হাঁটুর ব্যথার জন্য আপাতত বিশ্রামে মমতা, এই প্রথম মন্ত্রিসভার বৈঠক হচ্ছে কালীঘাটে
ইসরোর আদিত্য এল-১ এর অনুকরণে এই ডেমো সূর্যযান তৈরি করতে মনুর খরচ হয়েছে নামমাত্র টাকা। মাত্র আড়াই হাজার টাকা খরচ করে এই ডেমো সূর্যযান বানিয়েছেন দুর্গাপুরের বিস্ময় যুবক ছোটন ঘোষ। এই প্রসঙ্গে তিনি জানান, ডেমো রকেটটি তৈরি করতে ব্যবহার করেছেন প্লাইউড, থার্মোকল, রড সহ নানান সাধারণ জিনিসপত্র। সপ্তাহখানেক সময় ব্যয় করে এই অসাধ্য সাধন করে ফেলেছেন তিনি। ওজন ছিল নয় কেজি।
advertisement
চন্দ্রযান ওড়ানোর জন্য ছোটনবাবু যে জায়গা বেছে নিয়েছিলেন সেখান থেকেই আদিত্য এল-১ উড়িয়েছেন। রকেটটি ওড়ানোর জন্য ইলেকট্রিক ফায়ারের ব্যবস্থা করেছিলেন। এরফলে দূর থেকেই রকেটটিকে আকাশে উড়ানোর ব্যবস্থা করা গিয়েছে। আকাশে ৫০ ফুট পর্যন্ত তিনি রকেটটি উড়িয়েছেন।
দুর্গাপুরের দুবচুরিয়া এলাকায় বাড়ি ছোটন ঘোষের। তিনি আদতে একজন ফ্লাওয়ার ডেকোরেশন শিল্পী। তবে ছোট থেকেই যন্ত্রপাতির উপর তাঁর বিশেষ ঝোঁক আছে। সেই আগ্রহ থেকেই তিনি এই ধরনের বিভিন্ন মডেল বানিয়ে ফেলেন। যার মধ্যে ব্যবহার করেন বিভিন্ন রকমের মেকানিজম। তাঁর আদিত্য এল-১ রকেট ওড়ানোর বিষয়টি বেশ সাড়া ফেলেছে দুর্গাপুরে।
নয়ন ঘোষ