উল্লেখ্য, প্রত্যেক বছরই বিভিন্ন দেশের জিনিসপত্রের পসরা নিয়ে দুর্গাপুরে আয়োজন করা হয় গ্র্যান্ড ট্রেড ফেয়ার এর (Trade Fair 2022)। বিভিন্ন বৈদেশিক সামগ্রী এক ছাতার তলায় নিয়ে বসেন ব্যবসায়ীরা। ঘরে বসেই বিদেশী জিনিস আমদানী করতে মেলায় আসেন বহু মানুষ। যদিও গত দু' বছর করোনার জেরে সেই অর্থে মেলার আয়োজন করা হয়নি। তবে এ বছর সংক্রমণ একেবারে কমে যাওয়ায়, ফের জাঁকজমকের সঙ্গে মেলার আয়োজন করা হয়েছে। যা বাংলা নববর্ষের আগে শিল্পাঞ্চলের মানুষের কাছে বিশেষ উপহার।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দুর্গাপুরের মেয়র সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। ১০ দিনের এই মেলাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের মানুষের উদ্দীপনা তুঙ্গে (Durgapur Trade Fair 2022)। পাশাপাশি জেলার আশপাশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই মেলায় আসেন এবং বিভিন্ন রকম বিদেশি স্বাদের জিনিস ক্রয় করে নিয়ে যান।
advertisement
বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং সিসিজি মার্কেটিং সার্ভিসের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। পাঁচটি আন্তর্জাতিক মানের হ্যাঙ্গারের নিচে এই মেলা বসেছে। গান্ধী ময়দানের বিশাল জায়গায় পসরা সাজিয়ে বসেছেন দেশের এবং বিদেশের নানান ব্যবসায়ীরা (India International Trade Fair)। বিভিন্ন সামগ্রী সাজিয়ে বসেছেন তারা। এই মেলায় আন্তর্জাতিক স্তরের বেশকিছু স্টল রয়েছে। যেখান থেকে নানান ধরনের দেশের এবং আন্তর্জাতিক মানের ঘর সাজানোর সামগ্রী পাওয়া যাবে। তা ছাড়াও পাওয়া যাবে বিভিন্ন নামিদামি পোশাক। পাওয়া যাবে বিভিন্ন নামিদামি কোম্পানির আসবাব সহ, আন্তর্জাতিক মানের কার্পেট এবং ফ্লোর ম্যাট সামগ্রী। আন্তর্জাতিক মানের এই ট্রেড ফেয়ারে পাওয়া যাবে চর্মজাত সামগ্রী, মার্বেল ও স্টোনের সামগ্রী। দুর্গাপুরের গান্ধী ময়দানের ট্রেড ফেয়ারে পাওয়া যাবে গ্রহরত্নও।
উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার মেলা। দুর্গাপুরের গান্ধীমোড় ময়দানে শুক্রবার মেলার সূচনা করেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় সংস্থার দুর্গাপুর শাখার চেয়ারম্যান। তাছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দুর্গাপুর পুরসভার কাউন্সিলর, মেয়র পারিষদ এবং এলাকার বিশিষ্টজনেরা। উদ্যোক্তারা জানিয়েছেন, সিসিজি মার্কেটিং এন্ড সার্ভিস ও দুর্গাপুর চেম্বার অফ কমার্স এর যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। গান্ধী ময়দানের শুরু হওয়া মেলা চলবে আগামী ১২ তারিখ পর্যন্ত। এই মেলায় ৬২ টি কাউন্টার খোলা হয়েছে। যেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্থা তাদের কাউন্টারে সংস্থার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন।
Nayan Ghosh