তাছাড়াও নির্মীয়মান বাড়ির মালিকদের ডেকে পাঠানো হয়েছে। এই বাড়ি গুলি নিয়ে উঠছে নানান প্রশ্ন। অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে পুরসভার অন্তর্গত এলাকায় কোনও রকম অনুমতি ছাড়া এই বাড়িগুলি নির্মাণ করা হচ্ছিল। এখানে কারোর মদত রয়েছে কিনা, সেই বিষয়টিও উঠে আসছে। তবে পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই অভিযুক্ত ওই মালিকদের ডেকে পাঠানো হয়েছিল বিভিন্ন তথ্য তালাসের জন্য।
advertisement
আরও পড়ুনঃ শহরে পা দিয়ে সম্প্রীতির সওয়াল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর
তাছাড়া দিশা যৌনপল্লী এলাকায় এই বাড়িগুলি কেন নির্মাণ করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে পুরসভার কাছে পরিকল্পনা পাস না করিয়ে এই বাড়িগুলি নির্মাণে রীতিমতো ক্ষুব্ধ আধিকারিকরা। বিষয়টি নিয়ে পদক্ষেপ করার কথা জানিয়েছেন কুলটি বোরোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
আরও পড়ুনঃ দুদিনের ক্যারাম প্রতিযোগিতার আয়োজন দুর্গাপুরে
তবে যৌনপল্লী এলাকায় পুরসভার অনুমতি ছাড়া এই বাড়ি নির্মাণকে কেন্দ্র করে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে পুরসভার চোখ এড়িয়ে তিনটি বাড়ি নির্মাণ করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
Nayan Ghosh