Asansol News|| শহরে পা দিয়ে সম্প্রীতির সওয়াল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর
- Published by:Shubhagata Dey
Last Updated:
Central Minister Ajay Bhatt at Asansol: কেন্দ্র সরকারের আট বছর বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ভাট।
#আসানসোল, পশ্চিম বর্ধমান: শহরের একটি অনুষ্ঠানে পা দিয়ে কেন্দ্রীয় সরকারের আট বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ভাট। বিজেপির পক্ষ থেকে আসানসোলের মহিশিলায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেন্দ্র সরকারের আট বছর বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ভাট। সেখানে যোগ দিয়ে তিনি বিগত বছরগুলিতে কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন।
তিনি বলেন, বিগত এই আট বছরে ভারত অনেক আত্মনির্ভর হয়েছে। তাছাড়াও কেন্দ্র সরকারের পর্যটন ও প্রতিরক্ষা বিভাগের প্রতিমন্ত্রী বলেন, এই দুটি ক্ষেত্রেই ভারত সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। প্রতিরক্ষার ক্ষেত্রে তিনি বলেন, এই মুহূর্তে ভারতের স্থল বাহিনী, নৌ বাহিনী এবং বিমান বাহিনীর বিভিন্ন দিক থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে। ভারতের প্রতিরক্ষা বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে একাধিক পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। পানাগড়ের এয়ারফোর্স ক্যাম্প নিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে তিনি খোলাসা করেন নি।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ জেলা শিক্ষা প্রশাসনের
অন্যদিকে, দেশের পর্যটন বিভাগ আরও উন্নত করতে কেন্দ্রীয় সরকার নানারকম পরিকল্পনা করছে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন, পর্যটনের ক্ষেত্রে ভারত অনেক এগিয়েছে। মোদি সরকারের সাফল্য তুলে ধরতে গিয়ে অজয় ভাট বলেন, এখন দেশের মানুষ এবং অন্যান্য দেশও তাকিয়ে থাকেন প্রধানমন্ত্রীর দিকে। তিনি দেশকে দক্ষতার সঙ্গে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আসানসোলে আয়োজিত বিজেপির এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দলের কর্মী-সমর্থকদের মধ্যে উদ্দীপনা ছিল তুঙ্গে। অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন প্রতিরক্ষা ও পর্যটন বিভাগের প্রতিমন্ত্রী অজয় ভাট।
advertisement
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
June 14, 2022 11:47 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol News|| শহরে পা দিয়ে সম্প্রীতির সওয়াল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর