East Medinipur Education News|| মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ জেলা শিক্ষা প্রশাসনের
- Published by:Shubhagata Dey
Last Updated:
Online career counseling: জেলা শিক্ষা প্রশাসন ও সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে ১৪ জুন দুপুর দুপুর ১২'টায় একটি অনলাইন Career Counseling-র আয়োজন করা হয়েছে।
#তমলুক, পূর্ব মেদিনীপুর: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল হওয়া ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইন ক্যারিয়ার কাউন্সেলিং-এর আয়োজন করেছে পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা প্রশাসন ও জেলা সমগ্র শিক্ষা মিশন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা ও সাফল্যের হারে অন্যান্য জেলা থেকে অনেক এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষার পরিবেশকে আরও এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী জেলা শিক্ষা প্রশাসন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি চিন্তায় পড়ে কি বিষয় নিয়ে পড়বে। কেননা আগামী দিনে চাকরি পাওয়ার ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই সব বিষয় নিয়ে পড়তে আগ্রহী ছাত্র-ছাত্রীরা।
মূলত মাঝারি মানের ছাত্র-ছাত্রীদের এই সমস্যা সবচেয়ে বেশি হয়। ভালো ছাত্র ছাত্রীদের আগে থেকেই লক্ষ্য স্থির থাকে আগামী দিনে তারা কি হতে চায়। কিন্তু মাঝারি মানের ছাত্রছাত্রীরা ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আগামী দিনে কি বিষয় নিয়ে পড়া উচিত তা বুঝে উঠতে পারে না। অনেক সময় দেখা যায় ঠিকঠাক বিষয় নিয়ে না পড়ার কারণে কাজ খুঁজে পেতে সমস্যায় পড়ে। এবার এইসব ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগে জেলার শিক্ষা প্রশাসন ও সমগ্র শিক্ষা মিশন। এই অনলাইন ক্যারিয়ার কাউন্সেলিং এ ছাত্র-ছাত্রীরা যোগ দিতে পারবে একটি জনপ্রিয় সোশ্যাল মাধ্যমের মধ্য দিয়ে।
advertisement
আরও পড়ুন: দলমার দলের আক্রমণ, রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে বাড়ি, আতঙ্কে ঝাড়গ্রাম
জেলা শিক্ষা প্রশাসন ও সমগ্রশিক্ষা মিশনের উদ্যোগে ১৪ জুন দুপুর ১২ টায় একটি অনলাইন ক্যারিয়ার কাউন্সেলিং এর আয়োজন করা হয়েছে। অনলাইন ক্যারিয়ার কাউন্সেলিং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কি নিয়ে পড়া উচিত কিভাবে নিজেকে তৈরি করা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, পূর্ব মেদিনীপুর জেলার ডেপুটি স্বাস্থ্য আধিকারিক ডাক্তার নারায়ণ মিদ্যা, শিক্ষক প্রদীপ কুমার শাসমল এবং শিক্ষক ড. মৌসম মজুমদার। আলোচকেরা এর পাশাপাশি আগামী দিনে যেসব ছাত্রছাত্রী ডব্লিউবিসিএস বা ওই জাতীয় পরীক্ষায় বসতে চায় তাদের কি করনীয় তা নিয়েও বিস্তারিত আলোচনা করবে।
advertisement
advertisement
Saikat Shee
view commentsLocation :
First Published :
June 14, 2022 11:36 AM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur Education News|| মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ জেলা শিক্ষা প্রশাসনের