আরও পড়ুন: চোলাই ঠেকের সন্ধান দিল ড্রোন! তারপরই শুরু অভিযান
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই পুলিশকর্মী আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে কর্মরত। তিনি বর্তমানে অন্ডাল থানার সাব-ইন্সপেক্টর পদে আছেন। নাম তপন মুখার্জি। তাঁর এই মানবিকতার নজিরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যা দেখে সকলেই প্রশংসা করছেন।
advertisement
জানা গিয়েছে প্রত্যেক দিনের মতই টহল দিতে বেরিয়েছিলেন ওই পুলিশকর্মী। বিগত দু’দিনে শিল্পাঞ্চলের তাপমাত্রা অনেকখানি বেড়েছে। রাস্তাঘাট একদম ফাঁকা। তার মধ্যেই অন্ডালের কাজি নজরুল বিমানবন্দর যাওয়ার জন্য জাতীয় সড়ক সংলগ্ন যে বাস স্ট্যান্ড আছে সেখানেই দেখা যায় ওই ভবঘুরেকে। তাঁকে দেখে আর থেমে থাকতে পারেননি তপনবাবু। গাড়ি থামিয়ে তাঁর জন্য নিয়ে আসেন খাবার এবং জল। তারপর নিজের হাতে ওই ভবপুরের হাত ধুইয়ে দেন। তাঁর মুখের সামনে এগিয়ে দেন খাবার। বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে বসে কথাও বলেন তিনি। ডিউটিতে বেরিয়ে পুলিশকর্মীর মানবিকতার এমন নিদর্শন সত্যিই বিরল।
নয়ন ঘোষ