ব্যবসায়ীদের দাবি, চলতি বছরের ভাইফোঁটায় শহরবাসী ঝুঁকেছে নানান সাধের নতুন মিষ্টির দিকে। বিভিন্ন রকম মিষ্টি কিনেছেন মানুষজন। বিশেষ করে ভাইফোঁটা উপলক্ষে তৈরি করা নতুন মিষ্টি গুলি ব্যাপকভাবে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। শহরে যতগুলি নামকরা মিষ্টির দোকান রয়েছে, ভাইফোঁটার দুদিন আগে থেকেই সেখানে চলছিল প্রস্তুতি। ব্যাপক ব্যস্ত ছিলেন কারিগররা। তারপর ভাইফোঁটার আগের দিন থেকেই শুরু হয়েছে বিক্রি।
advertisement
আরও পড়ুনঃ ভাইফোঁটায় মাছের বাজার আগুন, কপালে ভাঁজ আমজনতার
এ বছরে ১০ থেকে ১২ রকমের নতুন মিষ্টি বানিয়েছেন বিক্রেতারা। তালিকায় ছিল মালাইকারি, চকলেট রোল-সহ বিভিন্ন নতুন মিষ্টি। যেগুলি ব্যাপকভাবে ক্রেতাদের আকর্ষণ করেছে। দামও ১২-১৫ টাকার মধ্যে রাখা হয়েছে মিষ্টির দাম। তা ছাড়াও রাখা হয়েছে ভাইফোঁটা স্পেশাল সন্দেশ। যা দেদার বিক্রি হয়েছে শহরজুড়ে। ক্রেতাদের মধ্যেও মিষ্টি কিনতে ব্যাপকভাবে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
ভাইফোঁটা উপলক্ষ্যে বিভিন্ন রকমের মিষ্টি কিনে বাড়ির দিকে রওনা দিয়েছেন মানুষজন। অনেকের আশঙ্কা ছিল ভাইফোটায় মিষ্টির দাম ব্যাপকভাবে বেড়ে যাবে, বা মিষ্টির আকালও দেখা দিতে পারে। তাই আগেভাগেই ক্রেতারাও মিষ্টির দোকানে লম্বা লাইন করেছিলেন। তবে বিক্রেতা এবং কারিগরদের উদ্যোগে সেই রকম পরিস্থিতির সৃষ্টি হয়নি। যার ফলে স্বাভাবিকভাবেই চাপ কমেছে ক্রেতাদের।
Nayan Ghosh