আরও পড়ুন: ৫ কিলোমিটার রাস্তার সব গাছ তাঁর লাগানো! চিনুন কে এই ‘গাছ পাগলা সাধু’
সঞ্জীবনী থেকে বিশল্যকরণী, বাসক থেকে তুলসী, লবঙ্গ থেকে দারচিনি অথবা আমআদা বা কামরাঙা, বিভিন্ন রকমের ভেষজ গাছ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা উদ্যান। এই বিষয়ে পাণ্ডবেশ্বরের বিডিও জানান, ভেষজ উদ্ভিদগুলির চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব রয়েছে। আজও অনেক সময় অতিরিক্ত ঠান্ডার প্রকোপে বাসক পাতা ব্যবহার করা হয়। পেট সুস্থ রাখতে ব্যবহৃত হয় কালমেঘ। কিন্তু এই সমস্ত গাছগুলি হারিয়ে যাচ্ছিল। তাই বিশেষ উদ্যোগ নিয়ে শুধু ভেষজ উদ্ভিদের এই বাগান গড়ে তোলা হয়েছে।
advertisement
তাই এই উদ্যানের মাধ্যমে হারিয়ে যেতে বসা ভেষজ উদ্ভিদগুলিকে যেমন বাঁচিয়ে রাখা যাবে, তেমনভাবেই ছোট ছোট শিশু থেকে মানুষের মনে আবার এই সমস্ত উদ্ভিদগুলির গুরুত্ব ফিরিয়ে আনা যাবে। সম্প্রতি এই উদ্যানটির উদ্বোধন হয়। দেখাশোনার দায়িত্বে আছে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি।
নয়ন ঘোষ