TRENDING:

Paschim Bardhaman: দুর্গাপুরের প্রাক্তন মেয়রই হলেন পুরপ্রশাসক

Last Updated:

শেষ হয়ে গেল দুর্গাপুর পৌরসভার পুর বোর্ডের মেয়াদ। ৫ সেপ্টেম্বর দুর্গাপুর পুরসভার মেয়াদ সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান : শেষ হয়ে গেল দুর্গাপুর পৌরসভার পুর বোর্ডের মেয়াদ। ৫ সেপ্টেম্বর দুর্গাপুর পুরসভার মেয়াদ সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাই দুর্গাপুর পুরসভা চালানোর জন্য বসানো হল পৌর প্রশাসক। ৫ সদস্যের প্রশাসক মন্ডলী তৈরি করা হয়েছে। যতদিন পর্যন্ত না নির্বাচন হচ্ছে, ততদিন প্রশাসক মন্ডলীর সদস্যরা পৌরসভার যাবতীয় কাজকর্ম সামাল দেবেন। দুর্গাপুর পৌরসভার প্রশাসক পদে বসানো হয়েছে পুরসভার প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখার্জিকে। তাছাড়াও রয়েছেন আরও চার জন সদস্য। তাদের নেতৃত্বেই চলবে দুর্গাপুর পৌরসভা।
advertisement

যদিও অনেকের মনে প্রশ্ন, কম সংখ্যক সদস্য দিয়ে পুরসভার কাজকর্ম সঠিক সময়ে, সঠিকভাবে চালানো সম্ভব হবে কিনা। যদিও এই বিষয়ে সদ্য প্রাক্তন মেয়র তথা পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি জানিয়েছেন, পুরসভার কাজকর্মে কোনও রকম বিঘ্ন ঘটবে না। যে সমস্ত কাউন্সিলররা প্রাক্তন হয়েছেন, তারা নির্বাচনের আগে পর্যন্ত কাজ করবেন অলিখিতভাবে সাধারণ মানুষের সুবিধার জন্য। দুর্গাপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত না হওয়া নিয়ে বিরোধী দলের নেতা নেত্রীরা নানা রকম প্রশ্ন তুলছেন।

advertisement

আরও পড়ুনঃ চোখের অন্ধকার হার মানছে শিক্ষক সঞ্জয় গোস্বামীর কাছে

যদিও এই বিষয়ে পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি জানিয়েছেন, সামনেই পুজো রয়েছে। তাছাড়াও উৎসবের মরশুম। ফলে এই সময় নির্বাচন হলে, নির্বাচন সংগঠিত করতে প্রশাসনিক স্তরে যেমন চাপ বাড়বে, তেমনভাবেই শহরবাসীরও পুজো বা উৎসবের মরশুম আনন্দের সঙ্গে কাটাতে কিছু সমস্যা হতে পারে। তাই সেই সমস্ত কথা ভেবেই এখনই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

advertisement

View More

আরও পড়ুনঃ খবরের জের! মশা নাশক স্প্রে হচ্ছে কুমারডিহিতে

সেজন্যই প্রশাসক বসিয়ে পুরসভা চালানো হবে। কিন্তু যে সমস্ত কাউন্সিলর বা বোরো চেয়ারম্যানরা ছিলেন, সকলেই প্রাক্তন হলেও মানুষের জন্য কাজ করবেন। উৎসবের মরশুম সম্পন্ন হলে, চলতি বছরের শেষের দিকে অথবা নতুন বছরের প্রথমেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে পুরসভা সূত্রে খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: দুর্গাপুরের প্রাক্তন মেয়রই হলেন পুরপ্রশাসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল