Paschim Bardhaman: খবরের জের! মশা নাশক স্প্রে হচ্ছে কুমারডিহিতে

Last Updated:

খবর প্রকাশিত হওয়ার পরে নড়েচড়ে বসল স্থানীয় প্রশাসন। অবশেষে গ্রামের মানুষকে ডেঙ্গুর আতঙ্ক থেকে মুক্ত করতে শুরু হল মশা নাশক স্প্রে করার কাজ।

+
title=

#পশ্চিম বর্ধমান : খবর প্রকাশিত হওয়ার পরে নড়েচড়ে বসল স্থানীয় প্রশাসন। অবশেষে গ্রামের মানুষকে ডেঙ্গুর আতঙ্ক থেকে মুক্ত করতে শুরু হল মশা নাশক স্প্রে করার কাজ। পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি গ্রামে অবশেষে মশা নাশক স্প্রে করার কাজ শুরু হয়েছে। যা দেখে আপাতত কিছুটা চিন্তামুক্তি হয়েছে গ্রামের মানুষের। কারণ গ্রামে যেভাবে মশার উপদ্রব বেড়েছিল, তাতে কুমারডিহি গ্রামের বাসিন্দারা ডেঙ্গুর আতঙ্কে ভুগছিলেন। বেশ কয়েকদিন ধরে স্থানীয় প্রশাসনের দিকে অভিযোগের সুরে তারা বলেছিলেন, মশা নিধন করতে স্থানীয় পঞ্চায়েত কোনও পদক্ষেপ করছে না।
কোনও মশা নাশক স্প্রে করা হচ্ছে না এলাকায়। এমনকি রাস্তাঘাটে যে জল জমে রয়েছে, সেগুলিও পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে না। এই খবর গত দুদিন আগে প্রকাশিত হয় নিউজ এইট্টিন লোকালে। তারপরে শুরু হয়েছে মশা নাশক স্প্রে করার কাজ। যা দেখে দারুণ খুশি স্থানীয় মানুষজন। উল্লেখ্য, ডেঙ্গু রোধ করতে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।
advertisement
advertisement
বিভিন্ন জায়গায় মশা নাশক স্প্রে করা হচ্ছে। কিন্তু এইসবের ছোঁয়া এতদিন ছিল না পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি গ্রামে। চার পাঁচ বছর আগে পর্যন্ত গ্রামে মশা নাশক স্প্রে করা হত। কিন্তু এখন তা আর হচ্ছিল না। অন্যদিকে বর্ষার শেষে এলাকার বিভিন্ন জায়গায় জল জমেছিল। যেখানে জন্ম নিয়েছিল মশার লার্ভা। এলাকায় ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল মশার উপদ্রব।
advertisement
আরও পড়ুনঃ জমা জল চারিদিকে! ডেঙ্গুর আতঙ্কে ভুগছে কুমারডিহি এলাকা
স্বাভাবিকভাবেই এলাকাবাসী ভুগছিলেন ডেঙ্গুর আতঙ্কে। তাই নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন তারা। তবে প্রশাসন দ্রুত পদক্ষেপ না করায়, এলাকাবাসীর চিন্তিত হয়ে পড়েছিলেন। সেই খবরই প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। তারপরেই স্থানীয় পঞ্চায়েত উদ্যোগ নিয়ে মশা নিধনের কাজ শুরু করেছে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: খবরের জের! মশা নাশক স্প্রে হচ্ছে কুমারডিহিতে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement