দামোদরের এই রুদ্ররূপে কাঁকসার সিলামপুর, মাধবপুর সহ একাধিক গ্রাম জলমগ্ন। জলের তলায় চলে গিয়েছে ঘরবাড়ি। বহু কৃষি জমি জলের তলায় রয়েছে এখনও পর্যন্ত। যা দেখে বুক চাপা কষ্ট আর ধরে রাখতে পারছেন না গ্রামের মানুষজন। একই সঙ্গে চলছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুতের তার ছিড়ে গেলে বড়সড়ো বিপদ হতে পারে, সেই আশঙ্কাও থাকছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন প্রশাসনের করে দেওয়া ক্যাম্পে।
advertisement
আরও পড়ুন: বাড়তি সতর্কতা! আবহাওয়ার উন্নতি হতেই ব্যস্ত কুমোরপাড়া
অন্যদিকে প্রশাসনের তরফ থেকেও সবরকম সতর্কতামূলক ব্যবস্থা ওই এলাকারগুলির জন্য নেওয়া হয়েছে। এনডিআরএফের ৮ সদস্য টিম ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর করেছে। পুরো এলাকা খতিয়ে দেখেছে। পাশাপাশি প্রশাসন এবং স্থানীয়দের উদ্যোগে মাইকিং করে সকলকে সচেতন করা হচ্ছে। বন্যাতে কৃষি জমিগুলির যেভাবে ক্ষতি হয়েছে, তা দেখে চিন্তা বাড়ছে সবার।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নয়ন ঘোষ