আরও পড়ুন: টানা বৃষ্টিতে জনজীবন বিপন্ন, বন্যার আশঙ্কা বীরভূমে
গত কয়েকদিন ধরে ডিভিসি তার জলাধারগুলি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ায় এই পরিস্থিতি দেখা দিয়েছে। এর ফলে নদীগুলিতে বেড়েছে জলস্তর। নদীর কূল ছাপিয়ে জল এসে পৌঁছেছে তীরবর্তী এলাকাগুলিতে। যার ফলে দুর্ভোগে পড়ছে মানুষজন। রয়েছে অন্যান্য বিপদের আশঙ্কাও। দুর্গাপুর পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন সোনাই চন্ডীপুর এলাকাটি একেবারে দামোদরের পাশেই অবস্থিত। তার একেবারে কাছেই অবস্থিত মেজিয়া। ইতিমধ্যেই স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে ত্রাণ বিলি করা হচ্ছে। কিন্তু ভারী বৃষ্টিতে পুজোর আগে দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার।
advertisement
উল্লেখ্য, লাগাতার ভারী বৃষ্টির কারণে ডিভিসি-র পাঞ্চেত, মাইথন ও দুর্গাপুর ব্যারেজ থেকে ক্রমাগত জল ছাড়া হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠছে। নিম্ন দামোদরের অবস্থা বেশ সঙ্গীন। এই পরিস্থিতিতে মেজিয়া ব্লকের প্রশাসনিক আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন। তাঁরা এলাকার মানুষের মধ্যে চিড়ে, গুড় ও ত্রিপল বিলি করেন। এদিকে সমস্ত কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় ক্ষতি হয়েছে কৃষকদের।
নয়ন ঘোষ