TRENDING:

Panagarh News : সাবধান বাণী কে শোনে! অজ্ঞাত কারণে বারবার জঙ্গলে আগুন

Last Updated:

Panagarh News : জঙ্গলের ভেতরে বন বিভাগের কর্মীরা একটি বিশেষ যন্ত্রের সাহায্যে শুকনো পাতা সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে সফল হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: দুপুর বারোটা নাগাদ কাঁকসার ৪ মাইল এলাকায় আগুন। আগুন লাগল জঙ্গলে। মোরগ্রাম রাজ্য সড়কের পাশের জঙ্গলে হঠাৎই আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে, কাঁকসা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বেশ কিছুক্ষন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে আগুন রাতের দিকে লাগলে বন্য সম্পদ এবং বন্যপ্রাণীর আরও অনেক ক্ষতি হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পানাগড় বন দফতরের আধিকারিকরা। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই তারা ছুটে এসে রাস্তার ধারে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

আরও পড়ুন: হেরে যাওয়া সাগরদিঘিতেও সভা! নবজাগরণ যাত্রায় অভিষেকের পাখির চোখ কোন কোন জেলা?

আরও পড়ুন: হাত দেখিয়ে বললেন, 'খুলে ফেলেছি', অভিষেককে নিয়ে বিরাট মন্তব্য পার্থর! তুমুল শোরগোল

advertisement

View More

তবে রাস্তার ধারে আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পারলেও, জঙ্গলের ভেতরে তারা পৌঁছতে পারেননি। ফলে জঙ্গলের ভেতরে বন বিভাগের কর্মীরা একটি বিশেষ যন্ত্রের সাহায্যে শুকনো পাতা সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে সফল হয়েছেন।

অন্য দিকে, বন দফতরের কর্মীরা জানিয়েছেন, আগুনের হাত থেকে জঙ্গলকে বাঁচাতে প্রশাসনিক ভাবে বিভিন্ন এলাকায় তাঁরা প্রচার চালিয়েছেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিছু অসাধু মানুষ কোনও অজ্ঞতা কারণে বারবার জঙ্গলে আগুন লাগিয়ে দিয়ে চলে যাচ্ছেন। জঙ্গলে আগুন লাগার ফলে ক্ষতি হচ্ছে বন সম্পদের।

advertisement

যদিও এরপর তিনি বলে, প্রশাসন সজাগ রয়েছে এবং কাঁকসা থানার পুলিশ জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে। কিন্তু জঙ্গল রক্ষা করতে সাধারণ মানুষেরও সচেতনতা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Panagarh News : সাবধান বাণী কে শোনে! অজ্ঞাত কারণে বারবার জঙ্গলে আগুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল