খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পানাগড় বন দফতরের আধিকারিকরা। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই তারা ছুটে এসে রাস্তার ধারে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
আরও পড়ুন: হেরে যাওয়া সাগরদিঘিতেও সভা! নবজাগরণ যাত্রায় অভিষেকের পাখির চোখ কোন কোন জেলা?
আরও পড়ুন: হাত দেখিয়ে বললেন, 'খুলে ফেলেছি', অভিষেককে নিয়ে বিরাট মন্তব্য পার্থর! তুমুল শোরগোল
advertisement
তবে রাস্তার ধারে আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পারলেও, জঙ্গলের ভেতরে তারা পৌঁছতে পারেননি। ফলে জঙ্গলের ভেতরে বন বিভাগের কর্মীরা একটি বিশেষ যন্ত্রের সাহায্যে শুকনো পাতা সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে সফল হয়েছেন।
অন্য দিকে, বন দফতরের কর্মীরা জানিয়েছেন, আগুনের হাত থেকে জঙ্গলকে বাঁচাতে প্রশাসনিক ভাবে বিভিন্ন এলাকায় তাঁরা প্রচার চালিয়েছেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিছু অসাধু মানুষ কোনও অজ্ঞতা কারণে বারবার জঙ্গলে আগুন লাগিয়ে দিয়ে চলে যাচ্ছেন। জঙ্গলে আগুন লাগার ফলে ক্ষতি হচ্ছে বন সম্পদের।
যদিও এরপর তিনি বলে, প্রশাসন সজাগ রয়েছে এবং কাঁকসা থানার পুলিশ জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে। কিন্তু জঙ্গল রক্ষা করতে সাধারণ মানুষেরও সচেতনতা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন।
Nayan Ghosh