Abhishek Banerjee: হেরে যাওয়া সাগরদিঘিতেও সভা! নবজাগরণ যাত্রায় অভিষেকের পাখির চোখ কোন কোন জেলা?
- Published by:Debamoy Ghosh
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
২০১৯ সালের লোকসভা ও ২০২১ সালের বিধানসভায় খারাপ ফল যে সব জায়গায় হয়েছিল, সেখানে সভা করার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
কলকাতা: কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দিয়েই আজ থেকে শুরু হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নবজাগরণ যাত্রা। সোমবার বিকেলে থেকেই শুরু হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নতুন এই কর্মসূচি। কোচবিহার থেকে শুরু হয়ে সাগরে গিয়ে শেষ হবে এই জনসংযোগ যাত্রা৷ আগামী দুই মাস ধরে চলবে এই যাত্রা৷
লক্ষ্য মানুষের পঞ্চায়েত গড়া৷ স্লোগান তৈরি করা হয়েছে, তৃণমূলে নবজোয়ার৷ যা জনসংযোগ যাত্রা ও গ্রাম বাংলার মতামত সংগ্রহের মধ্যে দিয়ে চলবে৷ আর বাংলার শাসক দলের এই কর্মসূচিতে ৬০ হাজার বুথ, ৩৩৪৩ পঞ্চায়েত পরিক্রমা করবেন অভিষেক বন্দোপাধ্যায়৷ আর এই গোটা পরিক্রমায় ৩৫০০ কিলোমিটার চলবে বিশেষ এক প্রচার বাস৷ যা খানিকটা দিদির দূতের গাড়ির মতোই৷
advertisement
advertisement
আর এই ৩৫০০ কিলোমিটার পথে আগামী ৬০ দিনে মোট ২৫০ সভা হতে চলেছে। হতে চলেছে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই।তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এই কর্মসূচিতে, ৩ লক্ষের বেশি কর্মী যুক্ত হবেন। ১৫ হাজারের মতো বিশিষ্টজন যুক্ত হবেন।১ কোটি মানুষের সঙ্গে ডিজিটাল সংযোগ করানো হবে।গণ মতামত দেওয়া যাবে www.tnjofficial.com এই ওয়েবসাইটে।
advertisement
তৃণমূল সূত্রে জানানো হয়েছে, প্রতি দিন ৩ থেকে ৫'টি করে সভা হবে।ক্যাম্পে ফিরে নেতৃত্ব ও বিশিষ্টদের সাথে অধিবেশন হবে।অধিবেশনের পরে গোপন ব্যালটে ভোট হবে।গোপন ব্যালটে ভোটের পরে নৈশভোজ হবে।ক্যাম্পেই রাত্রি যাপন করবেন অভিষেক বন্দোপাধ্যায়।
advertisement
এই জনসংযোগ যাত্রায় একাধিক জায়গা রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। ২০১৯ সালের লোকসভা ও ২০২১ সালের বিধানসভায় খারাপ ফল যে সব জায়গায় হয়েছিল, সেখানে সভা করার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাগরদিঘি যাবেন অভিষেক বন্দোপাধ্যায়। সম্প্রতি সেখানে উপনির্বাচনে হেরেছে তৃণমূল৷ জন সংযোগ যাত্রায় যাবেন নানুরেও৷ বীরভূমের তিনটি কেন্দ্রে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের রামনগর, পটাশপুর, নন্দকুমার, পাঁশকুড়া পূর্বতেও যাবেন৷ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মূর্শিদাবাদ, দুই ২৪ পরগণা ও বাঁকুড়ায় বেশি সময় দেবেন অভিষেক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 8:58 AM IST