Mamata-Nitish Meet: বিরোধী জোট গড়ার লক্ষ্যে বৈঠকে মমতা-নীতীশ, জল্পনা রাজনৈতিক মহলে

Last Updated:

Mamata-Nitish Meet: বিরোধী জোট গড়ার লক্ষ্যে আগামী মঙ্গলবার কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে পারেন নীতিশ কুমার।

কলকাতা : বিরোধী জোট গড়ার লক্ষ্যে আরও একটি পদক্ষেপের উদ্যোগ। আগামী মঙ্গলবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সূত্রের খবর, আগামী মঙ্গলবার সকালে কলকাতায় আসছেন বিহারের মুখ্যমন্ত্রী। আর ওইদিনই দুপুর দুটোয় নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুজনের আলোচনায় বসার কথা। রাজনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখে বিরোধী জোট গড়ার লক্ষ্যে এই বৈঠকে বসছেন তৃণমূল আর জেডি (ইউ) সুপ্রিমো।
গত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে ব্রিগেডে সমাবেশ ডেকে তিনিই সব বিরোধীদের একজোট করতে উদ্যোগী হয়েছিলেন। আর সে কথা মাথায় রেখে সম্প্রতি নয়াদিল্লিতে কংগ্রেসের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে শরদ পাওয়ার জানিয়েছেন, বিরোধী জোট গড়তে হলে সঙ্গে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে।
advertisement
advertisement
কিছুদিন আগে কলকাতায় তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকের পর অখিলেশ যাদব আর মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়ে দেন, তাঁরা কংগ্রেস-বিজেপির সঙ্গে সমদূরত্ব রেখে চলবেন। পাশাপাশি নবীন পট্টনায়েক আর জেডি কুমারস্বামীর সঙ্গে আলোচনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে নীতীশ কুমারের সঙ্গে তৃণমূল নেত্রীর বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ কিছুদিন আগেই দিল্লিতে তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে আম আদমি পার্টির সুপ্রিমো ও কংগ্রেস-এর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে করেন নীতিশ।
advertisement
যে জন্য শারদ পাওয়ারের তৃণমূলকে সঙ্গে নিয়ে বিরোধী জোট গড়ার পরামর্শের ভিত্তিতে কংগ্রেস নেতৃত্বের কোনও বার্তা বিহারের মুখ্যমন্ত্রী দেন কি না সেদিকটি নদরে রাখবেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দিন কয়েক আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে ফোন করে অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক ডাকার প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে মঙ্গলবার বাংলা-বিহারের মুখ্যমন্ত্রীর বৈঠক অত্যন্ত তাৎপর্য্যপূর্ন বলে মনে করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata-Nitish Meet: বিরোধী জোট গড়ার লক্ষ্যে বৈঠকে মমতা-নীতীশ, জল্পনা রাজনৈতিক মহলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement