তার পাশাপাশি ৩৩০ দাগের নীচে ১৬ থেকে ১৭ বিঘা চাষের জমি রয়েছে ওই এলাকায়। সেইসব জমি থেকে ধান বাড়িতে আনার জন্য রাস্তা বন্ধ করে গড়ে তুলছেন পোড়া কয়লার কারখানার চিমনি এবং পাঁচিল। তাই সালানপুর ভূমি দফতর, বিডিও অফিস এবং কল্যা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ করেছেন তাঁরা।
আরও পড়ুনঃ পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে পথে তৃণমূল
advertisement
এই বিষয়ে অভিযোগকারী জিতেন্দ্র নাথ মাজি, জয়রাম মাজি, পরিতোষ মাজিরা বলছেন, ওই জায়গায় নির্মাণ কারখানার পাশেই রয়েছে তাদের চাষের জমি। আগামী দিনে ওই এলাকায় কয়লার ফ্যাক্টরি হলে সরাসরি জমির ওপর প্রভাব পড়বে।তাছাড়া সরকারি খাস জমি রয়েছে। ওই দাগের দিকেও নজর রয়েছে জমির মালিকদের।
আরও পড়ুনঃ রাইসিনা হিলের পরিবর্তনের ছাপ জেলায়! উচ্ছ্বসিত আদিবাসী জনগোষ্ঠী
ওই কারখানার দূষিত জল, ধোঁয়া ধান এবং গম চাষের ক্ষেত্রে ব্যাপকভাবে ক্ষতি করবে। তাই তাঁরা প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ জানিয়েছেন। এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস.অরুন প্রসাদ আশ্বাস দিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত তদন্ত করা হবে।
Nayan Ghosh