ইডির তরফে দেওয়া নোটিশ পেয়েছেন বলে জানিয়েছেন শঙ্কর চক্রবর্তীর স্ত্রী দীপা চক্রবর্তী। যদিও তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। সূত্রের খবর, বেশ কয়েকটি নথি সহ শঙ্কর চক্রবর্তীকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। আধার কার্ড, ভোটার কার্ড সহ ১০ বছরের আইটি রিটার্ন এর মত বিভিন্ন তথ্য নিয়ে কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দাদের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শঙ্কর চক্রবর্তীকে।
advertisement
শঙ্কর চক্রবর্তীর স্ত্রী দীপা চক্রবর্তী আসানসোল পুরনিগমের ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অন্যদিকে শঙ্কর চক্রবর্তী আইনমন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ বলে পরিচিত। স্বাভাবিকভাবেই মন্ত্রীর পর মন্ত্রী ঘনিষ্ঠকে ইডির নোটিশ দেওয়ায় রীতিমতো শোরগোল পড়েছে শহরে। এই বিষয়ে আসানসোল পুরনিগমের কাউন্সিলর তথা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী দীপা দেবী জানিয়েছেন, তাঁর স্বামী অসুস্থ। সম্প্রতি তাঁর হাঁটুতে অপারেশন হয়েছে। তাঁর শরীর ভাল নেই। তাই তিনি কিছু বলতে পারবেন না। তবে তিনি দিল্লিতে গিয়ে হাজিরা দেবেন। সঙ্গে নিয়ে যাবেন সমস্ত নথিপত্র। এর বেশি কিছু বলতে চাননি দীপা দেবী।
শোনা যায়, আইনমন্ত্রী মলয় ঘটক যখন আইনজীবী পেশায় ছিলেন, তখন তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন শঙ্কর চক্রবর্তী। তখন থেকেই তিনি মলয় ঘটকের ঘনিষ্ঠ বলে পরিচিত।
আরও পড়ুন, ৪০টি মৃতদেহে আঘাতের কোনও চিহ্নই নেই…! হাড়হিম সত্যি ফাঁস! ঠিক কী ঘটেছিল সেদিন?
আরও পড়ুন, পাটুলিতে মর্মান্তিক দুর্ঘটনা, সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে মৃত ২ যুবক
প্রসঙ্গত, রাজ্যের আইনমন্ত্রীকে দিল্লিতে হাজিরা দেওয়ার নোটিশ দিয়েছে ইডি। তাঁকে আগামী ১৯ জুন দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। মূলত কয়লা পাচার কাণ্ডের জন্যই এই নোটিশ বলে জানা গিয়েছে। পাশাপাশি তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তিকে ইডির নোটিশের পরে তরজা তুঙ্গে।
Nayan Ghosh