জানা গিয়েছে, দেশীয় প্রযুক্তিতে মেড ইন ইন্ডিয়া প্রজেক্টে এবার উন্নত মানের ড্রোন তৈরি করবে এই সংস্থাগুলি। যেগুলি ব্যবহার করা হবে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে। পাশাপাশি কুরিয়ার সার্ভিস এবং কৃষি ক্ষেত্রেও এই ড্রোন গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, এমনটাই খবর সূত্র মারফত। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের সহায়তায় এই প্রকল্প শুরু করা হচ্ছে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের রূপরেখা তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন তাবড় বিজ্ঞানীদের একত্রিত করে বিশ্বমানের ড্রোন তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। আর বিশ্বমানের এই ড্রোনগুলি তৈরি করতে দায়িত্ব দেওয়া হয়েছে ২৫টি প্রতিষ্ঠানকে।
advertisement
যে তালিকায় রয়েছে আইআইটি, আইআইএসসি এবং এনআইটির মতো প্রতিষ্ঠানগুলি। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ক্যাপাসিটি বিল্ডিং ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন আনম্যান্ড এয়ারক্রাফ্ট সিস্টেম। জানা গিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে বিশ্বমানের একাধিক ড্রোন তৈরি করে গোটা বিশ্বকে চমকে দিতে চায় ভারত। এই ড্রেনগুলি তৈরি হবে সমস্ত দেশীয় প্রযুক্তিতে, এবং ড্রোন তৈরিতে যে সমস্ত জিনিস গুলি ব্যবহার করা হবে, সেগুলিও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে। অর্থাৎ বিশ্বমানের এই ড্রোনগুলি তৈরি হবে মেড ইন ইন্ডিয়া প্রকল্পে। ২৫ টি প্রতিষ্ঠানের তাবড় বিজ্ঞানীদের একত্রিত করে এই প্রকল্প চালিয়ে নিয়ে যেতে চায়। কেন্দ্র সরকার যার জন্য প্রায় একশো কোটি টাকা বরাদ্দ করেছে।
আরও পড়ুনঃ এ যাত্রায় প্রাণ রক্ষা ধর্ম ষাঁড়ের, দেড় মাস লাগাতার প্রয়াস ব্যবসায়ীদের
এই প্রকল্পে তৈরি হওয়া ড্রোনগুলি ব্যবহার করা হবে দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে। ব্যবহার করা হবে কুরিয়ার সার্ভিস এবং কৃষি ক্ষেত্রেও। জানা গিয়েছে, আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর, আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইআইটি হায়দ্রাবাদের পাশাপাশি তিনটি এনআইটি পদমর্যাদার প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে এই প্রকল্পে যে তালিকায় রয়েছে দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। তাছাড়াও দেশের পাঁচটি সিডিএসি (সেন্টার ফর ডেভেলপমেন্ট ইন অ্যাডভান্স কম্পিউটিং) সংস্থাকেও যুক্ত করা হয়েছে এই প্রকল্পে।
আরও পড়ুনঃ রোগীর মৃত্যুতে ক্ষতিপূরণের আশ্বাসে উঠল হাসপাতালের বিক্ষোভ
প্রকল্প বাস্তবায়নের আগে শুরু হয়েছে গবেষণামূলক কাজগুলি। সেই গবেষণায় অংশগ্রহণ করেছেন দুর্গাপুর এনআইটির বেশ কয়েকজন গবেষক। প্রকল্পের বাস্তব রূপ দেওয়ার আগে যা যথেষ্ট গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, এই ড্রোন তৈরির প্রকল্পকে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি ভাগের জন্য আলাদা আলাদা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সমস্ত বিষয়গুলি একত্রিত হয়ে গেলে, এই প্রকল্প বাস্তব রূপ পাবে। ফলে বিশ্বের কাছে মেড ইন ইন্ডিয়া প্রকল্পে চমক দেবে ভারত। আর তার ইতিহাসে লেখা থাকবে দুর্গাপুর এনআইটির নামও।
Nayan Ghosh