আসলে শহর দুর্গাপুরে হাজির হয়েছে অ্যাডভেঞ্চার রাইড। শহরের অন্যতম পরিচিত এবং প্রাচীন কুমারমঙ্গলম পার্কে অ্যাডভেঞ্চারের নানা ঠিকানা নিয়ে এসেছে একটি সংস্থা। সেখানেই রয়েছে সাসপেনশন ব্রীজ। যেটি আসলে দুটি ঝুলন্ত তারের সাহায্যে তৈরি করা একটি ব্রীজ।বড় জলাশয় এর এপার থেকে ওপার পর্যন্ত ব্রীজের বিস্তৃতি। সাধারণত আমরা যে সমস্ত সাঁকো বা ব্রীজ দেখি, তার থেকে এই সাসপেনশন ব্রীজ অনেকটাই আলাদা। এটা আপনার চলার সময় এদিক ওদিক দুলতে থাকবে। আবার ব্রীজ পার হওয়ার জন্য কসরতও তো করতে হবে আপনাকে। প্রত্যেক দিনই আপনি এই অ্যাডভেঞ্চার রাইডের মজা নিতে পারবেন।
advertisement
আরও পড়ুন- একাধিক দফায় পঞ্চায়েত ভোট চাই! আর্জি জানিয়ে হাইকোর্টে অধীররঞ্জন চৌধুরী
আরও পড়ুন- ফ্রান্সে চরম বিক্ষোভ চলছেই, নাহেলের ঠাকুমা শান্তির আবেদন করে বললেন ‘এই’ কথা
দুর্গাপুর সিটি সেন্টার থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত কুমারমঙ্গলম পার্ক। সেখানে এন্ট্রি টিকিট কেটে আপনাকে ভিতরে ঢুকতে হবে। তবে সেই টিকিটের মধ্যে আপনি এই অ্যাডভেঞ্চার রাইড নিতে পারবেন না। সাসপেনশন ব্রীজে উঠতে গেলে আপনাকে ৬০ টাকা দিয়ে আলাদা করে একটি টিকিট কাটতে হবে। যারা এই অ্যাডভেঞ্চার রাইড দেখভালের দায়িত্বে রয়েছেন, তারা আপনাকে সেফটি জ্যাকেট এবং হেলমেট ব্যবহার করতে দেবেন। একই সঙ্গে আপনাকে সাহায্য করার জন্য সংস্থার একজন বরাদ্দ থাকবেন। সপ্তাহে প্রতিদিন সকাল ন’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত এই অ্যাডভেঞ্চার রাইড এর মজা নিতে পারবেন। তাই আর দেরি না করে আপনি যদি সাহসী আর অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন, তাহলে ঘুরে আসুন এই জায়গা থেকে।
Nayan Ghosh