TRENDING:

Durgapur News: নির্বিঘ্নে পুজো হবে শ্রাবণ সোমবারে... বাইরের পাত্রে জল ঢালবেন, জল পড়বে মহাদেবের মাথায়

Last Updated:

বিশেষ দিনগুলিতে মন্দিরে থাকবেন বেশি সংখ্যক পুরোহিত। যাতে পুজোপর্ব দ্রুত সারা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : শ্রাবণ মাসের সোমবার। শিবভক্তদের কাছে যা পুণ্যতিথি। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে ছোট বড় বিভিন্ন শিব মন্দিরে ভিড় হয় সেই ভক্তদের। শিবের মাথায় জল ঢালতে লম্বা লাইন দেন ভক্তরা। পশ্চিম বর্ধমান জেলায় যতগুলি শিবমন্দির রয়েছে, তার মধ্যে অন্যতম প্রাচীন আঢ়া শিব মন্দির। প্রত্যেক বছর শ্রাবণ সোমবারে এই মন্দিরে অসংখ্য ভক্তদের ভিড় হয়। সেই ভক্তরা যাতে সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন, সবাই যাতে শিবের মাথায় জল ঢালতে পারেন, তার জন্য অভিনব উদ্যোগ নিয়েছে মন্দির পরিচালন কমিটি।
advertisement

শ্রাবণ সোমবারে সকাল থেকে ভক্তদের লম্বা লাইন দেখা যায় এই মন্দিরে। শিবের মাথায় জল ঢালতে ভক্তদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। মন্দিরের গর্ভগৃহ ছোট হওয়ার জন্য সেখানে একসঙ্গে অনেক ভক্ত ঢুকতে পারেন না। সেখানে থাকতে হয় পূজারীদেরও। সবমিলিয়ে সমস্যার সৃষ্টি হয়।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ! উত্তর থেকে দক্ষিণ, তুমুল বৃষ্টির পূর্বাভাস… মাঠে মারা যাবে ‘উইকেন্ড’?

advertisement

তাই মন্দির পরিচালন কমিটির সদস্যরা এ বছর ঠিক করেছেন, মন্দিরের বাইরে একটি বিশেষ পাত্র রাখা হবে। যেখানে জল ঢালতে পারবেন ভক্তরা। আর সেই জল সোজা গিয়ে পড়বে মহাদেবের মাথায়। যাতে  ভক্তদের কম অপেক্ষা করতে হয়। ফলে ভক্তরা সুষ্ঠুভাবে পুজো দিতে পারবেন, এমনটাই আশা করছেন তারা। পাশাপাশি এই বিশেষ দিনগুলিতে মন্দিরে থাকবেন বেশি সংখ্যক পুরোহিত। যাতে পুজো পর্ব দ্রুত সারা যায়।

advertisement

View More

অন্যদিকে এই বছর থেকে আঢ়াশিব মন্দির এলাকায় শুরু হচ্ছে শ্রাবণী মেলা। মেলার মধ্যে দিয়েও বিশেষ চমক দিতে চাইছেন মন্দির পরিচালন কমিটির সদস্যরা। মূলত গ্রাম বাংলার পুরনো দিনের যে মেলা আগে দেখা যেত, তা দখল করেছে আধুনিক জিনিসপত্র। পরিচালন কমিটির সদস্যরা চাইছেন, শ্রাবণী মেলার মধ্যে দিয়ে পুরনো মেলার স্বাদ ফিরিয়ে দিতে। শ্রাবণী মেলায় শান্তিনিকেতনের স্বাদ কিছুটা পাওয়া যাবে বলে দাবি করছেন কমিটির সদস্যরা। সবমিলিয়ে শ্রাবণ সোমবার উপলক্ষে সেজে উঠে জেলার প্রাচীন এই শিব মন্দির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News: নির্বিঘ্নে পুজো হবে শ্রাবণ সোমবারে... বাইরের পাত্রে জল ঢালবেন, জল পড়বে মহাদেবের মাথায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল