মন্ডপটি তৈরি করা হয়েছে একটি ধনুচির ধাঁচে। উদ্যোক্তারা মনে করছেন, এই মন্ডপটি খুব সহজেই দর্শকদের আকর্ষণ করবে। আর যে সমস্ত দর্শকরা এই মন্ডপের মধ্যে লুকিয়ে থাকা বার্তা খুঁজে পাবেন, তাদের মন নিমেষেই জয় করতে পারবে মার্কনী দক্ষিণ পল্লির মন্ডপ। থিম শিল্পী ও অন্যান্য কর্মচারীদের কয়েক মাস পরিশ্রমের পর এই মন্ডপটির কাজ সম্পূর্ণ হয়েছে। মন্ডপ তৈরি করতে প্রায় ৩৭ হাজারের বেশি মাটির তৈরি ছোট বড় মাপের হাড়ি, মালসা ইত্যাদি ব্যবহার করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ শহরে প্রথমবার! পুজো কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে
একই সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। মন্ডপের মাঝে রয়েছে একটি জলাধার। এই জলাধারটি এক দিকে যেমন থিমের এবং মন্ডপের শোভা বর্ধন করছে, তেমনভাবেই বার্তা দিচ্ছে জল অপচয় না করার। উদ্যোক্তারা বলছেন, গত দু'বছর করানোর জন্য সেই ভাবে জনসমাগম হয়নি বা উদ্যোক্তারাও দর্শকদের জন্য কঠোর হতে বাধ্য হয়েছিলেন।
আরও পড়ুনঃ মৃৎশিল্পীদের এবার খুশি আর বিষাদের দুর্গাপুজো
কিন্তু চলতি বছর সংক্রমণ অনেক কম। তাই মানুষ মুখিয়ে রয়েছেন পুজোয় আনন্দ করার জন্য। আর দর্শকদের সেই আনন্দ দিতে প্রস্তুত মার্কনী দক্ষিণ পল্লী। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর হাত ধরে উদ্বোধনের পর মন্ডপটি খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য।
Nayan Ghosh