TRENDING:

Durgapur Durga Pujo 2022 II অসম্ভব সুন্দর! মাটির থিমে সেজে উঠেছে মার্কনি দক্ষিণ পল্লী

Last Updated:

চলতি বছরে মার্কনী দক্ষিণ পল্লীর থিম মাটি। মাটির থিমেই সেজে উঠেছে দুর্গাপুরের অন্যতম এই পুজো মন্ডপ। চাকচিক্যহীন মাটির তৈরি জিনিসপত্রতেই অনন্য সাধারণ রূপ ধারণ করেছে দুর্গাপুরের অন্যতম এই পূজা মন্ডপটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর : চলতি বছরে মার্কনী দক্ষিণ পল্লীর থিম মাটি। মাটির থিমেই সেজে উঠেছে দুর্গাপুরের অন্যতম এই পুজো মন্ডপ। চাকচিক্যহীন মাটির তৈরি জিনিসপত্রতেই অনন্য সাধারণ রূপ ধারণ করেছে দুর্গাপুরের অন্যতম এই পূজা মন্ডপটি। সম্পূর্ণ মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র দিয়ে এই মন্ডপটি তৈরি করা হয়েছে। সঙ্গে রয়েছে সামঞ্জস্যপূর্ণ মাতৃ প্রতিমা। যে প্রতিমা একেবারেই সাধারণ, আবার অনন্য। সমগ্র বিশ্ববাসীর প্রতি সৃষ্টিকর্তার অন্যতম উপহার এই মাটি। যার ওপর ভর করে বহু যুগ যুগ ধরে চলে আসছে এই জগত সংসার। তাই সেই মাটিকে সম্মান জানাতে এই থিম বেছে নেওয়া হয়েছে।
advertisement

মন্ডপটি তৈরি করা হয়েছে একটি ধনুচির ধাঁচে। উদ্যোক্তারা মনে করছেন, এই মন্ডপটি খুব সহজেই দর্শকদের আকর্ষণ করবে। আর যে সমস্ত দর্শকরা এই মন্ডপের মধ্যে লুকিয়ে থাকা বার্তা খুঁজে পাবেন, তাদের মন নিমেষেই জয় করতে পারবে মার্কনী দক্ষিণ পল্লির মন্ডপ। থিম শিল্পী ও অন্যান্য কর্মচারীদের কয়েক মাস পরিশ্রমের পর এই মন্ডপটির কাজ সম্পূর্ণ হয়েছে। মন্ডপ তৈরি করতে প্রায় ৩৭ হাজারের বেশি মাটির তৈরি ছোট বড় মাপের হাড়ি, মালসা ইত্যাদি ব্যবহার করা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ শহরে প্রথমবার! পুজো কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে

একই সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। মন্ডপের মাঝে রয়েছে একটি জলাধার। এই জলাধারটি এক দিকে যেমন থিমের এবং মন্ডপের শোভা বর্ধন করছে, তেমনভাবেই বার্তা দিচ্ছে জল অপচয় না করার। উদ্যোক্তারা বলছেন, গত দু'বছর করানোর জন্য সেই ভাবে জনসমাগম হয়নি বা উদ্যোক্তারাও দর্শকদের জন্য কঠোর হতে বাধ্য হয়েছিলেন।

advertisement

View More

আরও পড়ুনঃ মৃৎশিল্পীদের এবার খুশি আর বিষাদের দুর্গাপুজো

কিন্তু চলতি বছর সংক্রমণ অনেক কম। তাই মানুষ মুখিয়ে রয়েছেন পুজোয় আনন্দ করার জন্য। আর দর্শকদের সেই আনন্দ দিতে প্রস্তুত মার্কনী দক্ষিণ পল্লী। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর হাত ধরে উদ্বোধনের পর মন্ডপটি খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিপুরের বামকালীর সেই উত্তাল নাচ! কেন এই বিশেষ নাচ জানেন! দেখুন ভিডিও
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur Durga Pujo 2022 II অসম্ভব সুন্দর! মাটির থিমে সেজে উঠেছে মার্কনি দক্ষিণ পল্লী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল