TRENDING:

West Bardhaman News: কয়লা চুরি হচ্ছে কিনা এবার তা নজর রাখবে ড্রোন!

Last Updated:

কয়লা চুরি ঠেকাতে অভিনব পাইলট প্রজেক্ট ইসিএলের। এবার ড্রোনের মাধ্যমে সর্বক্ষণ চলবে নজরদারি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: কয়লা চুরি থেকে অবৈধ কয়লা খনন, সবকিছুর উপর এবার নজরদারি চালাবে ড্রোন। অপরাধ ঠেকাতে এবার আকাশপথে প্রতিনিয়ত নজরদারির সিদ্ধান্ত ইসিএলের। কোল ইন্ডিয়ার এই পাইলট প্রজেক্ট ইসিএল-র মুগমা এরিয়ায় কয়েকদিনের মধ্যেই চালু করতে চলেছে।
advertisement

ড্রোনের মাধ্যমে নজরদারির সিদ্ধান্তের বিষয়ে ইসিএল-র চিফ সিকিউরিটি অফিসার শৈলেন্দ্র সিং জানান, এই বিষয়ে অনুমোদন মিলেছে। শীঘ্রই মুগমা এরিয়ার বিভিন্ন খনি এলাকায় নজরদারির কাজে ড্রোনের ব্যবহার শুরু হবে। এর ফলে অপরাধ আরও ভালোভাবে আটকানো সম্ভব হবে বলে মনে করছেন ইসিএল কর্তারা।

আরও পড়ুন: অবৈধ বালি পাচার ঠেকাতে অভিযানে বেরিয়ে ট্রাক্টর ধরলেন বিডিও!

advertisement

কয়লা চুরি, অবৈধ খনন আটকানোর পাশাপাশি ড্রোনের মাধ্যমে সমীক্ষার কাজও চালানো হবে। কোথায়, কতটা কয়লা আছে তাও ড্রোনের মাধ্যমে জানা যাবে বলে ইসিএল সূত্রে খবর।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

ইসিএলের মুগমা এলাকার খনি গলিতে চুরির ঘটনা অনেকটাই বেশি। তাই কোল ইন্ডিয়ার পাইলট প্রজেক্ট হিসেবে এটিকে বেছে নেওয়া হয়েছে। এই খনি এলাকার মধ্যেই পড়ে আসানসোল-ধানবাদ-দিল্লি গ্র্যান্ড কর্ড লাইন। মাঝেমধ্যেই অভিযোগ ওঠে, রেল লাইনের কাছাকাছি অবৈধভাবে কয়লা খনন হচ্ছে। এই নিয়ে আসানসোলের ডিআরএমের পক্ষ থেকে ইসিএলের উচ্চপদস্থ আধিকারিকদের একাধিক চিঠি দেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারির ফলে রেললাইনের পাশে কয়লা খননের মত ঘটনা আটকানোও সম্ভব হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। এই ড্রোনের মাধ্যমে নজরদারি রাখার জন্য একটি বিশেষ টিম তৈরি করছে ইসিএল। মুগমা কয়লাখনি এলাকায় এই পাইলট প্রজেক্ট সফল হলে তা ইসিএল-র অন্যান্য খনিগুলোতেও চালু হবে বলে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: কয়লা চুরি হচ্ছে কিনা এবার তা নজর রাখবে ড্রোন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল