Alipurduar News: অবৈধ বালি পাচার ঠেকাতে অভিযানে বেরিয়ে ট্রাক্টর ধরলেন বিডিও!

Last Updated:

নদী থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন করে তা পাচারের রমরমা কারবার চলছে হ্যামিলটনগঞ্জে। তা ঠেকাতে অভিযান চালিয়ে হাতেনাতে একটি বালি বোঝাই ট্রাক্টর ধরলেন কালচিনির বিডিও

আলিপুরদুয়ার: নদী থেকে অবৈধ বালি তুলে পাচারের ঘটনা কিছুতেই বন্ধ হচ্ছে না। এই অবৈধ বালি উত্তোলন ঠেকাতে তাই ফের কড়া ভূমিকা প্রশাসনের। হ‍্যামিল্টণগঞ্জের বাসরা নদীতে চলছে অবৈধ বালি উত্তোলন। আর তা মুহূর্তের মধ্যে পাচার হয়ে যাচ্ছে অন্যত্র। প্রতিনিয়ত কয়েকশো ট্রাক্টরে করে চলছে অবৈধ বালি পাচারের কারবার। এই পাচার রুখতে মাঝেমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলছে। কিন্তু তাতে থোরাই কেয়ার পাচারকারীদের। তারা তাদের কাজ দিব‍্যি চালিয়ে যাচ্ছে। কিন্ত এই অবৈধ কাজ আটকাতে নাছোড়বান্দা প্রশাসনও।
বুধবার আচমকা কালচিনির বিডিও বাসরা নদীতে অভিযান চালান। বিডিওর গাড়ি দেখেই পাচারকারীরা ট্রাক্টর নিয়ে বাসরা নদীর কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাকি সব ট্রাক্টর পালিয়ে গেলেও একটি বালি বোঝাই ট্রাক্টর পালাতে সক্ষম হয়নি। ওই ট্রাক্টরটিকে আটক করা হয়। উল্লেখ্য, কিছু দিন আগেও অভিযান চালিয়ে বিডিও প্রায় একই রকম ভাবে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করেছিলেন। তারও কিছু দিন আগে বাসরা নদীতে ফিল্মি কায়দায় ট্রাক্টরে পিছনে ধাওয়া করে বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়।
advertisement
advertisement
এই বিষয়ে কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান, "যদি কেউ সরকারি নিয়ম ভাঙার চেষ্টা করে আমরা তো আর দর্শক হয়ে বসে থাকব না। অবৈধ পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।"
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অবৈধ বালি পাচার ঠেকাতে অভিযানে বেরিয়ে ট্রাক্টর ধরলেন বিডিও!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement