আরও পড়ুন Hooghly News: হাজার বছরের প্রাচীন কালিয়াগরের ডাকাত কালীর রোমহর্ষক কাহিনী, জানুন
চায়না লাইটকে পিছনে ফেলে জেলার বিভিন্ন জায়গায় বিক্রি বেড়েছে জল প্রদীপের। ২০ থেকে ২৫ টাকা প্রতি পিস হিসেবে এই জল প্রদীপ বিক্রি হচ্ছে। আসানসোল, দুর্গাপুর সহ জেলার বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে জল প্রদীপ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই মার্কেট দখল করেছে জল প্রদীপ। স্বাভাবিকভাবেই এ বছরের দীপাবলি বা দিওয়ালিতে প্রদীপের চাহিদা যে তুঙ্গে, তা বলাই যায়। যদিও এবারের আধুনিক প্রদীপ জ্বলবে জলে।
advertisement
প্রসঙ্গত, বিগত দু'বছর করোনা মহামারীর জন্য অনেকেই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন। অনেকেই হারিয়েছেন প্রিয়জনকে। ফলে আলোর উৎসবের দিনেও অনেক জায়গাতেই ছিল অন্ধকার। তবে এ বছর পরিস্থিতি অনেক স্বাভাবিক। তাই আলোর উৎসবের দিনে নিজের বাড়ি, আশপাশের পরিবেশকে রঙিন করে তুলতে, সাজিয়ে তুলতে বিক্রি হচ্ছে নানান ধরনের রঙিন লাইট। ওম, স্বস্তিক, ডিজে লাইট সহ বিভিন্ন ধরনের চায়না লাইট বিক্রি হচ্ছে বাজারে। সঙ্গে পাল্লা দিয়ে দেদার বিক্রি হচ্ছে জল প্রদীপ। সব কিছুরই দাম রয়েছে সাধ্যের মধ্যে, এমনটাই দাবি করছেন বিক্রেতারা। ঘর সাজিয়ে তুলতে, ঘর আলোয় সাজিয়ে তুলতে খামতি রাখছেন না ক্রেতারাও।
Nayan Ghosh