TRENDING:

Diwali Lights: চিনা লাইট ফেল, 'মেড ইন ইন্ডিয়া' জল ঢালা প্রদীপ কাঁপাচ্ছে বাজার, দেখুন

Last Updated:

West Burdwan News : প্রদীপে তেল নয়, ঢালবেন জল৷ তাতেই জ্বলে উঠবে প্রদীপ৷ এবারের দিওয়ালির আলোর বাজারে এই জল-প্রদীপ সুপারহিট৷ দীপাবলির বাজারে মেড ইন ইন্ডিয়া জল প্রদীপে কাবু চিনা লাইট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল, পশ্চিম বর্ধমান: এবারের দীপাবলিতে আবার রমরমা বাড়ছে প্রদীপের। চায়না লাইটকে পিছনে ফেলে এবার দীপাবলি সেজে উঠবে প্রদীপের আলোয়। যদিও সেই প্রদীপে এসেছে অভিনবত্ব। তেলের জায়গায় প্রদীপ জ্বলবে জলের সাহায্যে। প্রদীপে তেলের জায়গায় জল দেওয়া মাত্রই হয়ে উঠবে আলোকময়। দীপাবলীর ঐতিহ্য প্রদীপ বিগত কয়েক দশক পর লড়াইয়ের সম্মুখীন করেছে চায়না লাইটকে। নানা রঙের নানা ধরনের চায়না লাইটকে ছাপিয়ে এবছর মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে জল প্রদীপ।
advertisement

আরও পড়ুন Hooghly News: হাজার বছরের প্রাচীন কালিয়াগরের ডাকাত কালীর রোমহর্ষক কাহিনী, জানুন

চায়না লাইটকে পিছনে ফেলে জেলার বিভিন্ন জায়গায় বিক্রি বেড়েছে জল প্রদীপের। ২০ থেকে ২৫ টাকা প্রতি পিস হিসেবে এই জল প্রদীপ বিক্রি হচ্ছে। আসানসোল, দুর্গাপুর সহ জেলার বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে জল প্রদীপ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই মার্কেট দখল করেছে জল প্রদীপ। স্বাভাবিকভাবেই এ বছরের দীপাবলি বা দিওয়ালিতে প্রদীপের চাহিদা যে তুঙ্গে, তা বলাই যায়। যদিও এবারের আধুনিক প্রদীপ জ্বলবে জলে।

advertisement

আরও পড়ুন Murshidabad Kali Puja 2022: মোমবাতি ও প্রদীপের আলো জ্বেলেই সারা বছর পুজো চলে বহরমপুরের দয়াময়ী কালী মন্দিরে 

View More

 

প্রসঙ্গত, বিগত দু'বছর করোনা মহামারীর জন্য অনেকেই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন। অনেকেই হারিয়েছেন প্রিয়জনকে। ফলে আলোর উৎসবের দিনেও অনেক জায়গাতেই ছিল অন্ধকার। তবে এ বছর পরিস্থিতি অনেক স্বাভাবিক। তাই আলোর উৎসবের দিনে নিজের বাড়ি, আশপাশের পরিবেশকে রঙিন করে তুলতে, সাজিয়ে তুলতে বিক্রি হচ্ছে নানান ধরনের রঙিন লাইট। ওম, স্বস্তিক, ডিজে লাইট সহ বিভিন্ন ধরনের চায়না লাইট বিক্রি হচ্ছে বাজারে। সঙ্গে পাল্লা দিয়ে দেদার বিক্রি হচ্ছে জল প্রদীপ। সব কিছুরই দাম রয়েছে সাধ্যের মধ্যে, এমনটাই দাবি করছেন বিক্রেতারা। ঘর সাজিয়ে তুলতে, ঘর আলোয় সাজিয়ে তুলতে খামতি রাখছেন না ক্রেতারাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধন্বন্তরী দেবীর মন্দির মানেই ৪০০ বছরের ইতিহাস-মাহাত্ম! আলাদা জায়গা করে নিয়েছে ভক্তদের মনে
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Diwali Lights: চিনা লাইট ফেল, 'মেড ইন ইন্ডিয়া' জল ঢালা প্রদীপ কাঁপাচ্ছে বাজার, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল