আসানসোল পৌরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সেলিম আক্তার। তার একটি রেশন দোকান রয়েছে সেখানে বেশ কিছুদিন ধরে গরমিলের অভিযোগ পাচ্ছিলেন খাদ্য বন্টন দফতরের কর্তারা। এরপরেই জেলা প্রশাসনের রেশন বিভাগ বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। অভিযান চালিয়ে ধরা পড়ে গরমিল। তারপরেই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার রেশন দোকানটি সিল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সাসপেন্ড করে দেওয়া হয়েছে রেশন দোকানের মালিক মোঃ সেলিম আক্তারকে। যে ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে শহরে। কটাক্ষ ধেয়ে আসছে বিরোধী শিবির থেকে।
advertisement
আরও পড়ুন Jalpaiguri News : সাত সকালেই খাঁচা বন্দি চিতা! তাকে দেখতেই ভিড় স্থানীয়দের
অভিযোগ, মোঃ সেলিম আক্তারের রেশন দোকানে আগেও গরমিলের অভিযোগ পাওয়া গিয়েছিল। সে সময় গরমিলের অভিযোগে জরিমানা করা হয়েছিল তাকে। কিন্তু রেশন দোকানের মালিক নিজেকে সংশোধন করেননি। তাই তার বিরুদ্ধে এমন শাস্তি মূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। বিজেপি শিবিরের কটাক্ষ, একজন জনপ্রতিনিধি তার এলাকার মানুষকে ঠকাচ্ছেন।
রেশন দোকান, যেখান থেকে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস পান সরকারি সহায়তায়, সেই জায়গাতেও তাদের ঠকানো হচ্ছে। যদিও এর উত্তরে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেছেন, কেউ যদি দোষ করেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়। আর সেজন্যই ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। তিনি আরও বলেছেন, বিজেপির কাজ শুধু সমালোচনা করা। কিন্তু দুর্নীতিগ্রস্ত অনেকেই এখন বিজেপির আশ্রয়ে রয়েছেন।
Nayan Ghosh