Jalpaiguri News : সাত সকালেই খাঁচা বন্দি চিতা! তাকে দেখতেই ভিড় স্থানীয়দের
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ডুয়ার্সে লোকালয়ে বন্য জন্তুদের আনাগোনার খবর শোনা যায় হামেসাই। দুদিন আগে জলপাইগুড়িতে বাতাবাড়ি চা বাগান থেকে খাঁচা বন্দি করা হয়েছিল বিশাল আকৃতির চিতাবাঘ।
জলপাইগুড়ি: ডুয়ার্সে লোকালয়ে বন্য জন্তুদের আনাগোনার খবর শোনা যায় হামেসাই। দুদিন আগে জলপাইগুড়িতে বাতাবাড়ি চা বাগান থেকে খাঁচা বন্দি করা হয়েছিল বিশাল আকৃতির চিতাবাঘ। তার রেশ না কাটতেই এদিন ফের খাঁচা বন্দি করা হল আরও একটি বিশাল আকৃতির চিতা বাঘকে। বন্যজন্তুর আক্রমণে আতঙ্কগ্রস্থ হয়ে থাকতে হয় বাগানের শ্রমিক ও এলাকাবাসিন্দাদের। এই আক্রমণ কমাতেই বনদফতরের তরফে চা বাগান গুলিতে বসানো হচ্ছে বাঘ বন্দি করার জন্য খাঁচা।
advertisement
ভগতপুর চা বাগানে নাগরাকাটা চা বাগান বনাঞ্চল ছেড়ে হামেশাই ঢুকে পড়ছে চিতাবাঘ গ্রাম অঞ্চলে চা বাগানে আশ্রয় নিচ্ছে খাবারের সন্ধানে। কখনও চা শ্রমিকের উপর আক্রমণ হানছে, কখনও আক্রান্ত হচ্ছেন এলাকার বাসিন্দারা। সেই আক্রমণ কমাতেই এবার চা বাগান গুলিতে বসানো হচ্ছে বাঘ বন্দি করা খাঁচা, সেই খাঁচারবাদী ধরা পড়ল পর পর দুটো চিতা বাঘ। তেমনি ৮ নম্বর সেকশনে আগে থেকেই পেতে রাখা হয়েছিল খাঁচায় সেই খাঁচাতে ছাগলের টোপে খাঁচা বন্দী হল চিতা বাঘ ।
advertisement
প্রসঙ্গত, এর আগে গত ২২ জুলাই ওই বাগানটিরই ১৫ নম্বর সেকশন থেকে এরকমই একটি চিতাবাঘ ধরা পড়ে। বন দফতরের বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে । স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগেই বাগানের ওই এলাকায় একটি গরুকে চিতাবাঘ সাবাড় করে দেয়। তখনই ৮ নম্বর সেকশনে খাঁচা পাতার বন্দোবস্ত করে বাগান কর্তৃপক্ষ। তবে চিতা বাঘ বন্দি হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে স্বস্তি মিললেও আতঙ্ক কিন্তু কাটছে না শ্রমিকদের মধ্যে। কারণ একটাই, বাগানে চিতা বাঘের আনাগোনা প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে বলে শ্রমিকদের দাবি।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 3:39 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News : সাত সকালেই খাঁচা বন্দি চিতা! তাকে দেখতেই ভিড় স্থানীয়দের