অন্যদিকে ধীরে ধীরে এলাকার বেশ কিছু মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন ডায়রিয়ায়। এই ব্যাপারে অন্ডাল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস জানিয়েছেন, তামলা গ্রামের ডায়রিয়ার খবর শোনার পর ব্লক প্রশাসন এলাকায় ইতিমধ্যেই পরিদর্শন করেছে। প্রয়োজনীয় পদক্ষেপও করেছে স্থানীয় প্রশাসন। তিনি জানিয়েছেন, প্রত্যেকদিন এলাকায় দুটি ট্যাংকারের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সুদীপ্ত বাবু জানিয়েছেন, ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ওই এলাকায় আপাতত একটা মেডিক্যাল ক্যাম্প বসানোর জন্য।
advertisement
এদিকে গ্রামবাসীদের অভিযোগ, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মিলছে না সরকারি অ্যাম্বুলেন্স। এই বিষয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তবে ব্লক প্রশাসন বিষয়টি মানতে নারাজ। এ বিষয়ে বিডিও সুদীপ্ত বিশ্বাস জানিয়েছেন, তারা ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছেন এবং এলাকার মানুষদের সরকারি অ্যাম্বুলেন্স পেতে ফোন নম্বর দেওয়া হয়েছে। যখনই প্রয়োজন হবে বিডিও অফিসে জানালেই, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।
Nayan Ghosh