ওই ভগ্ন স্কুল বিল্ডিংয়ের মধ্যে পড়াশোনার পাশাপাশি চলছে মিড ডে মিলের রান্নাও। বছর কয়েক আগে ধসের কারণে স্কুলের একাংশও ভেঙে পড়ে। স্কুলের হাল ফেরাতে প্রশাসনের কাছে একাধিকবার দরবার করা হয়েছে, তবুও কিছুই হয়নি। রঘুনাথবাটি মূলত ধস প্রবণ এলাকা। সেই কারণেই স্কুলটির এমন বেহাল অবস্থা। এই পরিস্থিতিতে নতুন স্কুল ভবন তৈরির জন্য দিন গুনছেন শিক্ষক থেকে পড়ুয়া সকলে। এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও নতুন স্কুল বিল্ডিং গড়ে ওঠেনি।
advertisement
আরও পড়ুন: ওরাই গ্রামের অ্যালার্ম ঘড়ি! কেউ যাতে পাখিদের ক্ষতি না করতে পারে তার জন্য সদা সতর্ক গোটা গ্রাম
স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার পাল জানান, এইভাবে স্কুল চালাতে গিয়ে প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ছোট ছোট পড়ুয়াদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে। মিড ডে মিলের রান্না নিয়েও সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে তাঁর আবেদন, দ্রুত একটা কিছু ব্যবস্থা করা হোক।
নয়ন ঘোষ