আরও পড়ুন: ভেসেল হারিয়ে যাওয়া থেকে শিক্ষা, গঙ্গাসাগরে বসছে অ্যান্টি ফগ লাইট
প্রকৃতির রঙে প্রকৃতির ছবি আঁকার কর্মশালা। মূলত লোকচিত্রের নানান ছবিতে লবণধার গ্রাম সাজিয়ে তোলা হয়েছে। কয়েক বছর ধরে বেশ কিছু স্থানীয় যুবক-যুবতীরা বাড়িগুলিকে নানান রঙের ছবি এঁকে সাজিয়ে তুলেছেন। যা এই গ্রামের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হওয়ার অন্যতম কারণ। আর এই অঙ্কনের মধ্যে দিয়ে দেওয়া হয় প্রকৃতি রক্ষার বার্তাও।
advertisement
প্রসঙ্গত, শীতকাল আসছে। আসছে পাতা ঝরার মরশুম। এই সময় প্রায়ই জঙ্গলে আগুন লাগার ঘটনা সামনে আসে। বন দফতরের উদ্যোগে বারবার মানুষকে সচেতন করা হয়। কিন্তু তা সত্বেও জঙ্গলে আগুন লাগানোর মতো ঘটনা আটকানো যায় না। জঙ্গলে আগুন লাগার ফলে যেমন সবুজ নষ্ট হয়, তেমনই সঙ্কটের মুখে পড়ে বন্যপ্রাণ। তাতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। তাই জঙ্গলে আগুন লাগানোর মত ঘটনা যাতে না হয়, বা বন্যপ্রাণ যাতে হত্যা না করা হয়, এই সমস্ত বিষয়ই উঠে আসে লোকচিত্রের মধ্যে।
স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যেখানে ২৫ জন কচিকাঁচাদের শেখানো হয়েছে লোকচিত্র অঙ্কন। দু’জন শিক্ষক এসে লোকচিত্র অঙ্কনের তালিম দিয়েছেন ছোট ছোট শিশুদের। কীভাবে ছবির মধ্যে দিয়ে প্রকৃতি রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয় তা শেখানো হয়েছে কর্মসূচিতে অংশগ্রহণ করা ছোট ছোট পড়ুয়াদের। প্রকৃতি রক্ষার ডাক দিয়ে, প্রকৃতির রঙে প্রকৃতিকে সাজিয়ে তোলার এই কর্মসূচিকে সাধুবাদ দিয়েছেন সবাই।
নয়ন ঘোষ