South 24 Parganas News: ভেসেল হারিয়ে যাওয়া থেকে শিক্ষা, গঙ্গাসাগরে বসছে অ্যান্টি ফগ লাইট

Last Updated:

গঙ্গাসাগর মেলায় কুয়াশার মধ্যেও তীর্থযাত্রীরা যাতে নিরাপদে চলাচল করতে পারেন তার জন্য বসানো হবে অ্যান্টি ফগ লাইট

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: সাগরমেলায় পূণ্যার্থীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে তার জন্য মুড়িগঙ্গা নদীতে বসছে আ্যন্টি ফগলাইট। গত গঙ্গাসাগর মেলায় কুয়াশার জেরে দিকভ্রষ্ট হয়ে গিয়েছিল পূণ্যার্থীদের একটি ভেসেল। প্রায় ২২ ঘণ্টা পর খোঁজ মিলেছিল সেই ভেসেলের। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সাগরমেলা চলাকালীন মুড়িগঙ্গা নদীতে অ্যান্টি ফগ লাইট বসানোর সিদ্ধান্ত। অ্যান্টি ফগ লাইটগুলি জেটি ও নদীর মাঝের টাওয়ারের লাগানো থাকবে। এই আলোর দৃশ্যমান্যতা অনেক বেশি হয়। ভেসেল চালকদেরও এই অ্যান্টি ফগ লাইট নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
গঙ্গাসাগর মেলা অফিসে ২০২৪ সালের সাগর মেলার প্রস্তুতি বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলাশাসক সুমিত গুপ্তা। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সহ মেলার পরিকাঠামো সঙ্গে যুক্ত সব দফতরের আধিকারিকরা। এবছর ২ ও ৩ নম্বর ঘাটে স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে ভিন রাজ্য থেকে আসা লক্ষ লক্ষ পুন্যার্থীদের জন্য নতুন স্নানঘাট তৈরি করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
advertisement
advertisement
এই লক্ষ্যে ১ নম্বর ঘাট সংলগ্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এই ১ নম্বর স্নান ঘাটের পাশেই নতুন করে বঙ্গোপসাগরের পাড়ে দুটি স্নানের ঘাট তৈরি করা হবে বলে জানা গিয়েছে। আ্যন্টি ফগলাইটের জন্য নেভিগেশান সংক্রান্ত সমস্যারও সমাধান হবে সহজেই।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভেসেল হারিয়ে যাওয়া থেকে শিক্ষা, গঙ্গাসাগরে বসছে অ্যান্টি ফগ লাইট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement