TRENDING:

Child Prodigy : ঠোঁটস্থ ১৯৪ টি প্রাণীর সামুদ্রিক নাম! বিস্ময়কর স্মৃতিশক্তি নিয়ে রেকর্ড বইয়ে শ্রীহান

Last Updated:

Child Prodigy : শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। এই বিস্ময় বালক নিজের বিরল প্রতিভা নিয়ে নাম তুলে ফেলেছে এশিয়া বুক অফ রেকর্ডসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ন ঘোষ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : বয়স মাত্র ৬ বছর। কিন্তু তার ফোটোগ্রাফিক মেমারি অবাক করে দেয় সকলকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে ৬ বছরের এই খুদে গড়গড় করে বলে দিতে পারে ১৯৪ টি সামুদ্রিক প্রাণীর বৈজ্ঞানিক নাম। বলতে পারে কঠিন কঠিন দাঁতভাঙা সব ইংরেজি শব্দ। দুর্গাপুরের শ্রীহান পাল। শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। বাবা সহকারী অধ্যাপক। দুর্গাপুর হরিবাজার এলাকার বাসিন্দা। শহরের এই বিস্ময়বালক নিজের বিরল প্রতিভা নিয়ে নাম তুলে ফেলেছে এশিয়া বুক অফ রেকর্ডসে।
advertisement

শ্রীহানের বাবা-মা বলছেন, ছোট থেকেই তাদের ছেলের স্মৃতিশক্তি প্রখর। যা চোখের সামনে দেখতে পায়, তাই মনে রাখতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকটি এনসাইক্লোপিডিয়া পড়ে ফেলেছে সে। ছোট থেকেই বইয়ের ওপর তার ভীষণ ঝোঁক। তবে ছ’বছরের শ্রীহান অঙ্কন বিদ্যাতেও দক্ষ। ছোট থেকে ছেলের স্মৃতিশক্তি কতটা প্রখর, তা কিছুটা আন্দাজ করতে পারেন তার বাবা-মা। ছেলেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতে থাকেন তাঁরা। আর বর্তমানে শ্রীহান মাত্র কয়েক মিনিটে বলে দিতে পারে ১৯৪ সামুদ্রিক প্রাণীর বৈজ্ঞানিক নাম। এই প্রতিভার জন্যই সম্প্রতি তাঁর নাম উঠেছে এশিয়া বুক অফ রেকর্ডসে। সেখান থেকে এসেছে সার্টিফিকেট, মেডেল।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

শ্রীহানের বাবা সৌরভ পাল দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক। বাবা এবং মায়ের কাছে থেকে নিয়মিত তালিম নেয় ৬ বছরের এই খুদে। আগামী দিনে তার লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা। ৬ বছরের কম বয়সেই এই ছোট্ট শ্রীহান অবাক করে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। একটি রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিজের প্রতিভার শক্তিতে অবাক করে দিয়েছিল শ্রীহান। সেই প্রতিভার উপর ভর করে আজ সে এশিয়ায় রেকর্ডধারী। ছেলের এই সাফল্যে খুশি তার বাবা-মা থেকে শুরু করে তার আত্মীয় পরিজন এবং শহরবাসীও।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Child Prodigy : ঠোঁটস্থ ১৯৪ টি প্রাণীর সামুদ্রিক নাম! বিস্ময়কর স্মৃতিশক্তি নিয়ে রেকর্ড বইয়ে শ্রীহান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল