আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা নিয়ে, দুর্গাপুরের সিটি সেন্টারের পোস্ট অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে আসা কিছু সাধারণ মানুষ জোর করে পোস্ট অফিসের মধ্যে ঢোকার চেষ্টা করেন। সেই সময় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে শুরু হয় বিশৃঙ্খলা। বাধ্য হয়ে পোস্ট অফিসের গেট বন্ধ করে দেন পোস্ট অফিসের কর্মীরা। এরপরেই অপেক্ষারত মানুষদের মধ্যে উত্তেজনা ছড়ায়। সৃষ্টি হয় বিশৃঙ্খলা।
advertisement
পোস্ট অফিসের বাইরে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার ঘটনা দেখে, পোস্ট অফিসের কর্মীরা পোস্টমাস্টারকে ঘটনাটি জানান। এরপর পোস্ট মাস্টার পুলিশকে খবর দেন। দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে উত্তেজনার খবর পেয়ে, হাজির হয় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে সুষ্ঠুভাবে লাইন করে সাধারণ মানুষদের দাঁড় করায়। তারপর পুনরায় আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার কাজ শুরু হয়।
দুর্গাপুরের সিটি সেন্টার পোস্ট অফিসের পোস্ট মাস্টার জানিয়েছেন, পোস্ট অফিস খোলার সময় যে সমস্ত মানুষ আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য এসেছিলেন, তাদের সকলকে টোকেন দেওয়া হয়েছে। টোকেন নিয়ে ধারাবাহিকভাবে কাজ চলছিল। কিন্তু কিছু মানুষ জোর করে পোস্ট অফিসের মধ্যে ঢোকার চেষ্টা করেন। তারপরেই শুরু হয় বিশৃঙ্খলা। বাধ্য হয়ে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সুষ্ঠুভাবে লাইন করে দেওয়ার পর পুনরায় শুরু হয় আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্তিকরণ এর কাজ।