জানা গিয়েছে, এদিন সন্দেহজনক গতিবিধি দেখে কাঁকসা থানা এলাকার দোমরা এলাকা থেকে একটি গাড়িকে ধাওয়া করে কাঁকসা থানার পুলিশ। গাড়িটিকে ধাওয়া করে পানাগর মিনি বাজার এলাকায় পাকড়াও করতে সক্ষম হন পুলিশ কর্মীরা। তখনই গাড়িতে থাকা দুজনের কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গিয়েছেন তারা। অভিযোগ, দুজন যুবক ছাগল চুরির কাজে বেরিয়েছিল একটি চারচাকা গাড়ি নিয়ে। এই গাড়িতে করে বিভিন্ন জায়গা থেকে ছাগল চুরি করে পরে চড়া দামে বিক্রি করা হত। যদিও পুলিশ দেখে এক অভিযুক্ত যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে অন্য একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে ওই ছোট গাড়িটি। একইসঙ্গে গাড়ি থেকে চারটি ছাগল উদ্ধার করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : বাঘ, সাপের উপদ্রব এড়াতে বন দফতরের উদ্যোগে সুন্দরবনের জঙ্গল লাগোয়া গ্রামে সৌর আলো
স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যেই এলাকা থেকে দু - একটি করে ছাগল উধাও হয়ে যাচ্ছিল। এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছিল পুলিশ। তার মধ্যেই ওই গাড়িটির সন্দেহজনক গতিবিধি পুলিশ দেখতে পায়। এরপর গাড়িটিকে ধাওয়া করে অভিযুক্ত এক ছাগল চোরকে আটক করা সম্ভব হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই বিষয়ে আরও তথ্য পেতে চাইছে। একইসঙ্গে এই ছাগল চুরির চক্র কীভাবে চলত এবং কোথায় কোথায় সক্রিয় রয়েছে, তাও জানার চেষ্টা চালাচ্ছে কাঁকসা থানা।