TRENDING:

West Bardhaman- 'Rank never retires' রাস্তায় মানুষের মোমবাতি মিছিল বুঝিয়ে দিচ্ছে, সিডিএসের মন্তব্যের যথার্থতা।

Last Updated:

আসানসোল, দুর্গাপুর থেকে পানাগড়, রাজনৈতিক- অরাজনৈতিক, সবাই সামিল হয়েছেন জেনারেল রাওয়াত এর স্মৃতিচারণায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ন ঘোষ, পশ্চিম বর্ধমান : 'সেনা কর্তা অবসর নেন। কিন্তু তার পদমর্যাদা কখনও অবসর নেয় না।' একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই উক্তিটি করেছিলেন, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত (General Bipin Rawat)। তার এই মন্তব্যের যথার্থতা যে কতটা, তা বোঝা যাচ্ছে তাঁর আকস্মিক মৃত্যুর পরেই।(West Bardhaman News)
সিডিএস সহ শহীদদের স্মরণে আসানসোলে মোমবাতি মিছিল।
সিডিএস সহ শহীদদের স্মরণে আসানসোলে মোমবাতি মিছিল।
advertisement

গৌরব এবং কৃতিত্বের সঙ্গে সেনাবাহিনীতে দীর্ঘ সময় কাজ করার পর সেনাপ্রধান হয়েছিলেন বিপিন রাওয়াত। পরবর্তী ক্ষেত্রে ২০২০ সালে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হয়েছিলেন জেনারেল বিপিন রাওয়াত(General Bipin Rawat)। গত বুধবার তামিলনাড়ু কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। জেনারেলের মৃত্যুতে শোকাহত গোটা দেশ। এই শহীদের প্রতি সম্মান জানাতে, রাস্তায় নামছে মানুষজন। মোমবাতি হাতে তাঁর আত্মার শান্তি কামনা করছেন সকলেই। পশ্চিম বর্ধমান জেলাতেও সেই ছবি অন্যথা হয়নি (West Bardhaman News)। আসানসোল, দুর্গাপুর থেকে পানাগড়, রাজনৈতিক- অরাজনৈতিক, সবাই সামিল হয়েছেন জেনারেল রাওয়াত এর স্মৃতিচারণায়। তাঁকে সম্মান জানাতে মোমবাতি মিছিল হচ্ছে জেলা থেকে রাজ্য, সব জায়গায়। এই ছবিটাই বুঝিয়ে দিচ্ছে, সিডিএস বিপিন রাওয়াত-এর মন্তব্যের সত্যতা কতখানি।

advertisement

শুধুমাত্র সিডিএস রাওয়াত নয়, তার স্ত্রী সহ ১৩ জনের মৃত্যু হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায়। তাঁদের মধ্যে ছিলেন বিগ্রেডিয়ার, লেফটেন্যান্ট কর্নেল, ল্যান্সনায়েক, উইং কমান্ডার সহ একাধিক পদমর্যাদার অফিসার। সকল শহীদদের প্রতি সম্মান জানাতে রাস্তায় নামছে মানুষজন।(West Bardhaman News)

বৃহস্পতিবার রাত্রে আসানসোলে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানে আসানসোলের বিভিন্ন মানুষ মোমবাতি হাতে শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে শোক পালন করেছেন। অন্যদিকে পানাগড়ে সদ্যপ্রয়াত সিডিএস সহ দুর্ঘটনায় শহীদ সকল জাওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মানুষজন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বর্ধমানে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মোমবাতি মিছিলে সামিল হয়েছিলেন। তিন বাহিনীর প্রধান সহ, তাঁর স্ত্রী, সেনা কর্তা এবং বায়ু সেনার শহীদ অফিসারদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন। এই মোমবাতি মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ জেলার একাধিক বিজেপি নেতা-নেত্রী এবং সাধারণ মানুষজন অংশগ্রহণ করেছিলেন।(West Bardhaman News)

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman- 'Rank never retires' রাস্তায় মানুষের মোমবাতি মিছিল বুঝিয়ে দিচ্ছে, সিডিএসের মন্তব্যের যথার্থতা।
Open in App
হোম
খবর
ফটো
লোকাল