TRENDING:

Paschim Bardhaman News: শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠলেন বলি অভিনেত্রী, খাওয়ালেন পাতপেড়ে

Last Updated:

শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠলেন বলি অভিনেত্রী অন্তরা ব্যানার্জি। আসানসোলে এসে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। দিওয়ালি উপলক্ষে এদিন শহরের জুবিলী মোড়ের কাছে শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল : শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠলেন বলি অভিনেত্রী অন্তরা ব্যানার্জি। আসানসোলে এসে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। দিওয়ালি উপলক্ষে এদিন শহরের জুবিলী মোড়ের কাছে শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই এদিন যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে যোগ দিয়ে শিশুদের দিওয়ালির উপহার তুলে দিয়েছেন অভিনেত্রী। শিশুদের হাতে তুলে দিয়েছেন চকলেট, উপহার। তারপর শিশুদের সঙ্গে মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী অন্তরা ব্যানার্জি। উল্লেখ্য, আসানসোলের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিশুদের নিয়ে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।
advertisement

এই স্বেচ্ছাসেবী সংগঠনটি শহরে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে করোনা মহামারীর সময় এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল। কখনও মানুষের হাতে তুলে দিয়েছিল অক্সিজেন, কখনও পৌঁছে দিয়েছিল অ্যাম্বুলেন্স পরিষেবা। অতিমারি পর্যায়ের শেষে এখনও পর্যন্ত বিভিন্ন রকম সেবামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। তারই অঙ্গ হিসেবে এদিন শিশুদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

advertisement

আরও পড়ুনঃ নিয়ম ভেঙ্গে জাতীয় সড়কে অটো-টোটো! এবার কড়া নজর পুলিশের

তাদের বেছে নেওয়া হয় কারণ, শিশুরা অনুষ্ঠানের সময় পরিবারের সঙ্গ পায় না। সেইভাবে আনন্দে যোগ দেওয়ার সুযোগ পায় না। সেজন্যই এই সমস্ত শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং সেখানে হাজির হয়েছিলেন লি অভিনেত্রী। তারপর শিশুদের হাতে চকলেট সহ বিভিন্ন উপহার তুলে দিয়েছেন তিনি। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মধ্যাহ্নভোজনেও। অভিনেত্রীর সঙ্গ পেয়ে খুশি ওই সমস্ত শিশুরাও।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠলেন বলি অভিনেত্রী, খাওয়ালেন পাতপেড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল