এই স্বেচ্ছাসেবী সংগঠনটি শহরে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে করোনা মহামারীর সময় এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল। কখনও মানুষের হাতে তুলে দিয়েছিল অক্সিজেন, কখনও পৌঁছে দিয়েছিল অ্যাম্বুলেন্স পরিষেবা। অতিমারি পর্যায়ের শেষে এখনও পর্যন্ত বিভিন্ন রকম সেবামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। তারই অঙ্গ হিসেবে এদিন শিশুদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ নিয়ম ভেঙ্গে জাতীয় সড়কে অটো-টোটো! এবার কড়া নজর পুলিশের
তাদের বেছে নেওয়া হয় কারণ, শিশুরা অনুষ্ঠানের সময় পরিবারের সঙ্গ পায় না। সেইভাবে আনন্দে যোগ দেওয়ার সুযোগ পায় না। সেজন্যই এই সমস্ত শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং সেখানে হাজির হয়েছিলেন লি অভিনেত্রী। তারপর শিশুদের হাতে চকলেট সহ বিভিন্ন উপহার তুলে দিয়েছেন তিনি। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মধ্যাহ্নভোজনেও। অভিনেত্রীর সঙ্গ পেয়ে খুশি ওই সমস্ত শিশুরাও।
Nayan Ghosh