Paschim Bardhaman News: নিয়ম ভেঙ্গে জাতীয় সড়কে অটো-টোটো! এবার কড়া নজর পুলিশের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বিগত কয়েক দিন আগে দু নম্বর জাতীয় সড়কের ওপর এথোড়া মোড় লাগোয়া অঞ্চলে একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে অটোর রেষারেষির জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা হয়। এই ঘটনার পরেই বিশেষ ভাবে সচেতন হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
#আসানসোল : বিগত কয়েক দিন আগে দু নম্বর জাতীয় সড়কের ওপর এথোড়া মোড় লাগোয়া অঞ্চলে একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে অটোর রেষারেষির জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা হয়। এই ঘটনার পরেই বিশেষ ভাবে সচেতন হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। কমিশনারেটের ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে ট্রাফিক আইন ও অটো টোটো রুট মানার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে আসানসোলে। প্রসঙ্গত, রুট অনুসারে শহরের ভিতরে অটো - টোটো চলাচলের অনুমতি থাকলেও, জাতীয় সড়কের ওপর চলাচলের ক্ষেত্রে এই সমস্ত চালকদের অনুমতি নেই।
কিন্তু এর পরেও নিয়ম লঙ্ঘন করে অটো এবং টোটো চালকরা দু নম্বর জাতীয় সড়কে ওঠায়, পথ দুর্ঘটনা বেড়ে চলেছে। এমনটাই অভিযোগ করছেন অনেকে। অটো চালকদের এই নিয়ম ভঙ্গ করা, দুর্ঘটনা বেড়ে যাওয়ার পিছনে অন্যতম কারণ বলে মনে করছেন ট্রাফিক কর্তারও। তাই সেই দৌরাত্ম্য কমাতে তৎপর হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। তাই দুর্ঘটনা কমাতে বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে অটো - টোটো চলাচলের দিকে।
advertisement
আরও পড়ুনঃ চলে যাচ্ছেন মা! ভক্তের কান্না দেখে চোখে জল আসবে আপনারও!
এদিন সকালে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এক বিশেষ অভিযান চালানো হয়। দু নম্বর জাতীয় সড়কের পশ্চিম বাংলা ও ঝাড়খন্ড সীমান্ত ডুবুরডি চেকপোষ্টে চালানো হয় অভিযান। যেখানে ঝাড়খণ্ড থেকে আগত প্রতিটি অটো চালককে, পুলিশের পক্ষ থেকে সচেতন করা হয়েছে। যাত্রীবাহী অটো ও মালবাহী অটো চালকদের জাতীয় সড়কে না চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কিভাবে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, সেই বিষয়টি বোঝানো হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জেলায় ডেঙ্গি আক্রান্ত ২৩০-এর বেশি! চিন্তায় জেলা প্রশাসন
পাশাপাশি নিয়ম ভঙ্গ করলে কি কি শাস্তির মুখোমুখি হতে হবে, সেই বিষয়টিও জানিয়ে দেওয়া হয়েছে তাদের। তাছাড়াও প্রতিটি চালককে রুট নির্দেশিকা মেনে চলার ক্ষেত্রে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে পলিশের পক্ষ থেকে। উল্লেখ্য এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন, চৌরঙ্গি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অলোকেশ ব্যানার্জী সহ কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। এদিন ঝাড়খন্ড দিক থেকে আগত যাত্রীবাহী ও মালবাহী অটোকে পুনরায় ঘুরিয়ে দেওয়া হয়েছে।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
October 26, 2022 4:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: নিয়ম ভেঙ্গে জাতীয় সড়কে অটো-টোটো! এবার কড়া নজর পুলিশের