Paschim Bardhaman News: চলে যাচ্ছেন মা! ভক্তের কান্না দেখে চোখে জল আসবে আপনারও!

Last Updated:

দুর্গাপুজো হোক কি কালীপুজো, বছরে মা আসেন একবার। তার চলে যাওয়ার সময় ভক্তদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এমন অনেক ভক্ত রয়েছেন, যারা এই মায়ের গমন মেনে নিতে পারেন না। সহজে মন খারাপের কাছে পরাজিত হন তারা।

+
ঘট

ঘট বিসর্জনের পরে নিজের কান্না ধরে রাখতে পারছেন না এক ভক্ত।

#দুর্গাপুর : দুর্গাপুজো হোক কি কালীপুজো, বছরে মা আসেন একবার। তার চলে যাওয়ার সময় ভক্তদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এমন অনেক ভক্ত রয়েছেন, যারা এই মায়ের গমন মেনে নিতে পারেন না। সহজে মন খারাপের কাছে পরাজিত হন তারা। আর তখনই চোখ দিয়ে নেমে আসে জল। এমনই ছবি ধরা পড়েছে দুর্গাপুরের বিধান স্পোটিং ক্লাবে। যেখানে এক ভক্ত ঘট বিসর্জনের পর কান্নায় ভেঙে পড়েছেন। আশপাশের অনেকেই আশ্বস্ত করেছেন, আসছে বছর আবার হবে। কিন্তু ভক্তের মন মানেনি সেই আশ্বাসে। রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। দেবীর সামনে বসে হাঁটু মুড়ে কান্নায় ভেঙে পড়তে দেখা দিয়েছে তাকে।
পুজো উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, ওই ভক্তের নাম পাপ্পু। তিনি স্থানীয় বাসিন্দা এবং পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে মায়ের গমনে ভক্তের এই কান্নার হৃদয়বিদারক ছবি দেখে হতবাক অনেক মানুষ। দেবীর প্রতি ভক্তের ভক্তি দেখে অবাক অনেকেই। উল্লেখ্য, চলতি বছরের বিধান স্পোর্টিং ক্লাবের পুজো ৫০ তম বর্ষে পদার্পণ করেছে। এ বছর সেখানে ৩০ ফুট এর চামুন্ডা মূর্তি তৈরি করা হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ আধুনিক থিমের মাঝেই গড়ে উঠেছে স্থাপত্যের আদিরূপ
পুজো উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয়েছে। তবে ইতিমধ্যেই হয়ে গিয়েছে ঘট বিসর্জন। যদিও প্রতিমা থাকছে। তাছাড়া এ বছর ক্লাবের উদ্যোক্তারা চামুন্ডা ভাড় রেখেছেন। যেখানে ভক্তরা সারা বছর ধরে অল্প অল্প করে কিছু অর্থ প্রতিমা তৈরির জন্য রাখতে পারবেন এবং তুলে দেবেন পুজো উদ্যোক্তাদের হাতে। পুজো কমিটির সদস্যদের এই অভিনব ভাবনাকেও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: চলে যাচ্ছেন মা! ভক্তের কান্না দেখে চোখে জল আসবে আপনারও!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement