Paschim Bardhaman Kali Puja 2022 II আধুনিক থিমের মাঝেই গড়ে উঠেছে স্থাপত্যের আদিরূপ

Last Updated:

দুর্গাপুজো 'ওয়ার্ল্ড হেরিটেজ' ঘোষিত হলেও কালী পুজোতেও আকর্ষণীয় থিমে পৌরাণিক মন্দির নির্মাণের ঐতিহ্য তুলে ধরেছে দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাব। তাদের আকর্ষণীয় থিম 'স্থাপত্যের আদি রুপ'। আদিকালে উন্নত মেশিনারি ও কংক্রিটের ব্যবহার ছাড়াই বিশাল আকারের মন্দির গড়ে তোলার দৃশ্য ফুটে উঠছে এই মন্ডপে।

+
দুর্গাপুরে

দুর্গাপুরে মহাবীর ইউনাইটেড সংঘের মন্ডপ।

#দুর্গাপুর : দুর্গাপুজো 'ওয়ার্ল্ড হেরিটেজ' ঘোষিত হলেও কালী পুজোতেও আকর্ষণীয় থিমে পৌরাণিক মন্দির নির্মাণের ঐতিহ্য তুলে ধরেছে দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাব। তাদের আকর্ষণীয় থিম 'স্থাপত্যের আদি রুপ'। আদিকালে উন্নত মেশিনারি ও কংক্রিটের ব্যবহার ছাড়াই বিশাল আকারের মন্দির গড়ে তোলার দৃশ্য ফুটে উঠছে এই মন্ডপে। তৎকালীন যুগে রাজার ইচ্ছে ও স্বপ্নপূরণে মানব ও জন্তুর শক্তি ক্ষয়ে গড়ে ওঠা প্রস্তরখন্ডের মন্দিরের রুপ দেওয়া হয়েছে এই মণ্ডপে। তাঁদের কালী পুজো চলতি বছরে ১৮ তম বর্ষে পদার্পণ করেছে।
ওই ক্লাব কেবল থিমের কালী পুজোতেই হিট নই, সামাজিক কার্যকলাপেও নজির গড়েছে ক্লাব কমিটির সদস্যরা। ২০০৪ সালে প্রথম কালী পুজো শুরু করেন এই ক্লাবের সদস্যরা। প্রথম এলাকায় গণ ভাইফোঁটা করে নজীর গড়েন তাঁরা। আজও সেই রীতি বজায় রেখেছেন তাঁরা। পাশাপাশি দুঃস্থ বৃদ্ধ - বৃদ্ধাদের নিয়ে দুর্গাপুরের বিগ বাজেটের মণ্ডপ দর্শনও প্রথম শুরু করে এই ক্লাব। পুজো কমিটির এক সদস্য মহাদেব রায় বলেন, আদী কালে শ্রমিকরা পিঠে মাথায় করে পাথর বা গাছ বহন করত।
advertisement
আরও পড়ুনঃ জেলায় ডেঙ্গি আক্রান্ত ২৩০-এর বেশি! চিন্তায় জেলা প্রশাসন
তবে এখন সব কাজই প্রায় হয়ে যায় মেশিন দিয়েই। তাই আধুনিক যুগে দাড়িয়ে স্থাপত্যের আদি যুগকে তুলে ধরা হয়েছে। মণ্ডপ সজ্জায় যেমন দর্শনার্থীরা আদী যুগের পরিবেশ দেখতে পারবেন, তেমনই স্থাপত্যের আদী যুগের প্রতীমা দর্শনেরও সুযোগ পাবেন। কারণ স্থাপত্যের আদী যুগের মতো পাথরের মূর্তিই রয়েছে মন্ডপে। ইতিহাসকে অনেকেই ভুলে যাচ্ছেন, তাই সে কথাকে মাথায় রেখেই এবছরের থিম  স্থাপত্যের আদী যুগ। পুজোর বাজেট সাত লক্ষ টাকা।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman Kali Puja 2022 II আধুনিক থিমের মাঝেই গড়ে উঠেছে স্থাপত্যের আদিরূপ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement