সূত্রের খবর, অনেকেই বৈধতাহীন জব কার্ড গুলি ব্যবহার করছেন আর্থিক সুবিধার জন্য। হয়তো কোনও মৃত ব্যক্তির জব কার্ড দেখিয়ে সরকারের খাতায় নাম তুলে পারিশ্রমিক হিসেবে টাকা তুলছেন অনেকে। আবার হয়তো অনেকে যে জায়গার জব কার্ড রয়েছে, সেখানে না বসবাস করেও বা কোন শ্রম দিবস না দিয়েও, অবৈধ জব কার্ড ব্যবহার করে পারিশ্রমিক পাচ্ছেন। ফলে শ্রম দিবস কম হলেও, সরকারের খরচ হচ্ছে বেশি। সূত্রের খবর, এমন দেখা যাচ্ছে অনেকে মৃত ব্যক্তির জব কার্ড দেখিয়ে কেন্দ্রের আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির টাকা পাচ্ছেন। আর এই সমস্ত প্রকল্পগুলিতে স্বচ্ছতা আনতেই শুরু হয়েছে জব কার্ড ভেরিফিকেশন।
advertisement
আরও পড়ুনঃ কাঁধে গুরুদায়িত্ব! দেশের বিশাল কর্মযজ্ঞে সামিল দুর্গাপুর এনআইটি
এই জব কার্ড ভেরিফিকেশন শুরু হওয়ায় খুশি বেশিরভাগ উপভোক্তা। তারা বলছেন, অনেকেই জব কার্ড গুলির অবৈধভাবে ব্যবহার করছিলেন। কিন্তু এই জব কার্ড ভেরিফিকেশন শুরু হওয়ায়, সেই সুযোগ আর থাকবে না। ফলে যারা কাজ করবেন, তারাই মাইনে পাবেন বা পারিশ্রমিক পাবেন। ফলে প্রকল্পের স্বচ্ছতা আসবে। সরকারেরও আর্থিক ক্ষতি হবে না। যা রাজ্যের পক্ষেই মঙ্গলজনক। তাই জব কার্ড ভেরিফিকেশন শুরু হওয়ায় খুশি বেশিরভাগ উপভোক্তা।
Nayan Ghosh