আরও পড়ুন: ১০ সিটের বাইক, চন্দ্রযানের পর এবার আইএনএস বৃন্দাগিরি, দামোদরে ভাসছে যুদ্ধজাহাজ
শিল্পাঞ্চল দুর্গাপুরের বিদ্যুতের অন্যতম ভরসা ডিপএল। এখানকার দুটি ইউনিটে আপাতত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সাত ও আট নম্বর ইউনিট কাজ করছে। কিন্তু কয়লার যোগান কম থাকায় এবং ভিজে কয়লা এসে পৌঁছনোয় সংস্থার আট নম্বর ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছে। এদিকে ৭ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হলেও তার পরিমাণ কমেছে বলে খবর।
advertisement
এদিকে চলতি বিদ্যুৎ বিভ্রাটের জন্য ডিপিএল-এর কোনও ভূমিকা নেই বলে জানিয়েছেন সংস্থার জনসংযোগ আধিকারিক। তাঁর বক্তব্য, বিদ্যুৎ বন্টন করে রাজ্যের বিদ্যুৎ বন্টনকারী সংস্থা ডাব্লউবিএসইডিসিএল। ফলে কেন রাজ্যজুড়ে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে সেটা বন্টন সংস্থায়ই বলতে পারবে।
এদিকে কয়লার যোগান কম থাকার জন্য বিদ্যুৎ উৎপাদনে যে ঘাটতি হচ্ছে তা মেনে লিখছেন সংস্থার অনেক আধিকারিক। সূত্রের খবর, ডিপিএল-এর ৮ নম্বর ইউনিটি আগামী আরও বেশ কয়েকদিন বন্ধ থাকবে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে বিদ্যুৎ উৎপাদন হবে না বলে জানা গিয়েছে। একটি কর্মসূচিতে যোগ দিয়ে এই বিষয়ে জেলাশাসক এস অরুণ প্রসাদ জানান, শুনেছি বিদ্যুৎ বন্টন সংস্থার কিছু প্রযুক্তিগত সমস্যা আছে। সেই কারণে বারবার লোডশেডিংয়ের সমস্যায় ভুগতে হচ্ছে মানুষকে। শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা নয়, রাজ্যের একাধিক জেলাতেই এই সমস্যা হচ্ছে। তবে খুব শীঘ্র এই সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন জেলাশাসক।
নয়ন ঘোষ