Paschim Bardhaman News : ১০ সিটের বাইক, চন্দ্রযানের পর এবার আইএনএস বৃন্দাগিরি, দামোদরে ভাসছে যুদ্ধজাহাজ

Last Updated:

Paschim Bardhaman News : দামোদরের বুকে ঘুরছে যুদ্ধজাহাজ! আইএনএস বৃন্দাগিরি ঘুরছে দুর্গাপুরে

+
যুবকের

যুবকের তৈরি আইএনএস বৃন্দাগিরির মডেল।

দুর্গাপুর: দামোদরে ঘুরছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ। যা এক চমকে দেওয়া দৃশ্য। নেপথ্যে এক যুবক। যিনি কিছুদিন আগে চন্দ্রযান বানিয়ে সবার নজরে এসেছিলেন। এবার সেই যুবক বানিয়ে ফেলেছেন আস্ত একটা যুদ্ধ জাহাজ। যা ঘুরছে দুর্গাপুর সংলগ্ন দামোদরের জলে কয়েক দিনের প্রচেষ্টায় আইএনএস বৃন্দাগিরির একটি মডেল বানিয়ে ফেলেছেন তিনি। যা জলে ভাসতে সক্ষম। ভারতীয় নৌ বাহিনী প্রতি সম্মান জানিয়ে এই মডেলটি তিনি তৈরি করে ফেলেছেন।
দুর্গাপুরের দুবচুরিয়া এলাকার ছোটন ঘোষ মনু। যিনি আদতে একজন ফ্লাওয়ার ডেকোরেশন শিল্পী। একইসঙ্গে তার ছোট থেকেই অভ্যাস বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে খেলা করার। সেই থেকেই তিনি নিজের প্রচেষ্টায় নানা রকম জিনিস বানিয়ে চলেছেন। প্রথমে তিনি বানিয়েছিলেন একটি দশ সিটের বাইক। যা সবাইকে চমকে দিয়েছিল।
advertisement
তারপর বানিয়ে ফেলেছিলেন চন্দ্রযান তিনের ক্লোন। যা আকাশে চল্লিশ ফুট পর্যন্ত উড়িয়ে দেখিয়েছিলেন তিনি। এরপর ওই যুবক নিজের সঙ্গীদের নিয়ে ফের কেরামতি দেখিয়েছেন। নিজের সঙ্গীদের নিয়ে তিনি বানিয়ে ফেলেছেন আস্ত যুদ্ধজাহাজের মডেল।
advertisement
উল্লেখ্য, কিছুদিন আগে আইএনএস বৃন্দাগিরির উদ্বোধন হয়েছে কলকাতা থেকে। যার উদ্বোধনে এসছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স সংস্থা দেশের নৌ বাহিনীর জন্য এই যুদ্ধ জাহাজটি বানিয়েছে। যা সম্প্রতি সংযুক্ত হয়েছে ভারতীয় নৌ বাহিনীতে।
advertisement
প্রস্তুতকারক সংস্থা এবং ভারতীয় নৌ বাহিনীর প্রতি সম্মান জানিয়ে ছোটন ঘোষ বৃন্দাগিরির মডেল বানিয়েছেন। যাতে রয়েছে মোটর। যার সাহায্যে এই যুদ্ধ জাহাজের মডেলটি জলে এগিয়ে যেতে পারবে। জাহাজের মডেলটি দূর থেকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও তিনি করেছেন। স্মার্টফোনের সঙ্গে ওয়ারলেসভাবে সংযুক্ত করে এই মডেল যুদ্ধজাহাজটি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেছেন তিনি। যুবকের এই কীর্তি আবার চমকে দিয়েছে সকলকে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News : ১০ সিটের বাইক, চন্দ্রযানের পর এবার আইএনএস বৃন্দাগিরি, দামোদরে ভাসছে যুদ্ধজাহাজ
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement