TRENDING:

Bardhaman News : ঝুপড়িতে বাস, তবুও নাম নেই আবাস যোজনায়! সামনে বিরাট কারচুপি!

Last Updated:

Bardhaman News : আছড়া পঞ্চায়েত থেকে ১১২ জনের জন্য আবাস যোজনার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকার মধ্যে একজনও আদিবাসী গরীব মানুষের নাম নেই। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান : আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে অভিযোগ। স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছিল ডেপুটেশন। বিরোধী দল গুলির পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ তুলে দেখানো হচ্ছে বিক্ষোভ। সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলায় এই নিয়ে বেশ কয়েকটি জায়গা থেকে অভিযোগ এসেছে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল এই নিয়ে সরব হয়েছিলেন। তাছাড়াও জেলা বিভিন্ন জায়গাতেই দুর্নীতি নিয়ে অভিযোগ তুলতে দেখা গিয়েছে মানুষজনকে। তার মধ্যে নতুন করে আবাস যোজনা নিয়ে প্রতিবাদ জেলায়। সালানপুরের আছড়া এলাকার আদিবাসী মানুষজন আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন। লিখিত অভিযোগ জানালেন সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে। যে ঘটনায় আবাস যোজনার দুর্নীতি নিয়ে ফের জেলায় জোর চর্চা শুরু হয়েছে।
সালানপুরে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের।
সালানপুরে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের।
advertisement

জানা গিয়েছে, আবাস যোজনায় অন্তর্ভুক্ত উপভোক্তাদের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আছড়া পঞ্চায়েতের অন্তর্গত টাবাডি, কুণ্ডলপাড়া, হলুদকানালি, মালবহাল, জোড়বাড়ি, নতুন বস্তি এলাকার আদিবাসী মানুষজন। এদিন তারা সালানপুর বিডিও অফিস প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি সমষ্টি উন্নয়ন আধিকারিক অদিতি বসুর হাতে লিখিত অভিযোগ তুলে দিয়েছেন তারা।

জানা গিয়েছে, আছড়া পঞ্চায়েতের তিন এবং চার নম্বর সংসদের আদিবাসী মানুষজন লিখিত অভিযোগে জানিয়েছেন, আছড়া পঞ্চায়েত থেকে ১১২ জনের জন্য আবাস যোজনার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকার মধ্যে একজনও আদিবাসী গরীব মানুষের নাম নেই। অবিলম্বে ওই তালিকাটি বাতিল করে, নতুন তালিকা তৈরি করার দাবি তুলেছেন তারা। পাশাপাশি যে তালিকা তৈরি হয়েছে, সেই তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগও তুলেছেন। নতুন তালিকা তৈরি না হলে, আগামী দিনে বৃহত্তম আন্দোলন করা হবে তারা জানিয়েছেন। বিক্ষোভকারী মানুষজনের আরও অভিযোগ, পঞ্চায়েত থেকে দেওয়া ঠিক করা ১১২ জন তালিকার মধ্যে অধিকাংশ মানুষের বাড়ির বিশেষ প্রয়োজন নেই। কারণ, কারও কাছে বড় বাড়ি আছে, কেউ আবার উচ্চ আয় করেন। অন্যদিকে দিন আনা দিন খাওয়া মানুষজন, যাদের পাকা বাড়ি নেই, ঝুপড়িতে বাস করেন, তারা এই তালিকা থেকে বাদ পড়েছেন।

advertisement

আদিবাসী মানুষজনের বিক্ষোভের পর সমষ্টি উন্নয়ন আধিকারিক অদিতি বসু, তাদের আশ্বাস দিয়েছেন বিষয়টি উচ্চতম আধিকারিকদের জানানো হবে। তবে এদিনের এই বিক্ষোভে ফের কিছুটা অস্বস্তিতে পড়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সালানপুর থানা এবং রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ কর্মীরা বিডিও অফিস চত্বরে উপস্থিত হয়েছিলেন। যদি ওই বিক্ষোভকে কেন্দ্র করে বড় কোনও গন্ডগোলের সৃষ্টি হয়নি। বিক্ষোভকারী মানুষজন সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে অভিযোগ পত্র জমা দিয়ে ফিরে গিয়েছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bardhaman News : ঝুপড়িতে বাস, তবুও নাম নেই আবাস যোজনায়! সামনে বিরাট কারচুপি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল