নরেন্দ্রনাথ চক্রবর্তী বাবুল সুপ্রিয় সম্পর্কে বলেছেন, আলাদা দলে থাকার সময় তিনি না বুঝতে পারলেও, বর্তমানে তিনি বুঝতে পেরেছেন বাবুল সুপ্রিয় একজন মাটির মানুষ। সজ্জন ব্যক্তি। মানুষের সঙ্গে খুব সহজে তিনি মিশে যান। মানুষের পাশে থাকেন।
উল্লেখ্য, সোনপুর এলাকায় বাসিন্দাদের বহুদিনের পুনর্বাসনের দাবি ছিল। কারণ ওই এলাকায় ধসের কারণে বহু মানুষ আশ্রয়হীন হয়েছিলেন। তাই আন্দোলনে নেমেছিল এলাকার মানুষ। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ওই এলাকার প্রায় ৭০০ পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে। তাই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওই এলাকায়। পাশাপাশি ওই অনুষ্ঠান থেকে এলাকায় থাকা বহু মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। সেখানে তাঁকে স্বাগত জানাতে বহু মানুষ হাজির হন। তাদের সকলকেই ধন্যবাদ দিয়েছেন বাবুল সুপ্রিয়। পাশাপাশি পুরনো লোকসভা কেন্দ্রে আসতে পেরে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
advertisement
Nayan Ghosh