TRENDING:

West Bardhaman News: সরকারি আবাসনের হাল জানতে দুর্গাপুরে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি

Last Updated:

সরকারি আবাসন নিয়ে অভিযোগের শেষ নেই। তা মেরামত না হওয়ার বিষয় যেমন আছে, তেমনই আবাসিকদের একাংশের ব্যক্তিগত সম্পত্তি ভেবে দিনের পর দিন থেকে যাওয়ার অভিযোগও কম নয়। এই অবস্থার পরিবর্তন ঘটাতে সচেষ্ট হল বিধানসভার স্ট্যান্ডিং কমিটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান: বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যদের বিশেষ দুর্গাপুর পরিদর্শন। বীরভূম হয়ে তাঁরা দুর্গাপুরে পৌঁছন। দুর্গাপুরের বিভিন্ন সরকারি আবাসনগুলি তাঁরা ঘুরে দেখেন। সেখানকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। তাঁদের সুবিধা-অসুবিধা জানার চেষ্টা করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা।
advertisement

রাজ্য সরকারি আবাসনগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার উদ্দেশ্যেই স্ট্যান্ডিং কমিটির এই দুর্গাপুর সফর। সরকারি আবাসনগুলির বর্তমান পরিস্থিতি দেখার পাশাপাশি তাঁরা কয়েকটি হোটেল‌ও পরিদর্শন করেন। সরকারি গাইডলাইন সঠিকভাবে মেনে হোটেলগুলি তৈরি হয়েছে কিনা এবং সেগুলি সরকারি নির্দেশিকা মতই চলছে কিনা সেটা ভালো করে খতিয়ে দেখেন স্ট্যান্ডিং কমিটি সদস্যরা।

আরও পড়ুন: গ্রাম বাংলার মাঠে-ঘাটে কোন কোন প্রাণী দেখা যায়? তার পাঠ দিতে হয়ে গেল শিবির

advertisement

শনিবার দুর্গাপুরের সগড়ভাঙা এলাকা পরিদর্শন করে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। এই এলাকায় বেশ কিছু সরকারি আবাসন আছে। সরকারি আবাসনগুলো বেশ পুরনো হয়ে গিয়েছে। এগুলো নিয়ে আবাসিকরা দীর্ঘদিন ধরেই নানান অভিযোগ তুলছেন। এই সরকারি আবাসন মেরামতের যেমন বিষয় আছে, তেমনই পৈত্রিক সম্পত্তির মতো করে সরকারি আবাসন ব্যবহারেরও অভিযোগ আছে আবাসিকদের একাংশের বিরুদ্ধে। অনেক জায়গায় আবাসন মেরামতের পাশাপাশি জল, বিদ্যুতের ব্যবস্থাও ঠিকঠাক নেই। এই সমস্ত বিষয়‌ নিয়েই আবাসিকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে সবকিছু ভালো করে খতিয়ে থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে আবাসিকদের।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: সরকারি আবাসনের হাল জানতে দুর্গাপুরে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল