রাজ্য সরকারি আবাসনগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার উদ্দেশ্যেই স্ট্যান্ডিং কমিটির এই দুর্গাপুর সফর। সরকারি আবাসনগুলির বর্তমান পরিস্থিতি দেখার পাশাপাশি তাঁরা কয়েকটি হোটেলও পরিদর্শন করেন। সরকারি গাইডলাইন সঠিকভাবে মেনে হোটেলগুলি তৈরি হয়েছে কিনা এবং সেগুলি সরকারি নির্দেশিকা মতই চলছে কিনা সেটা ভালো করে খতিয়ে দেখেন স্ট্যান্ডিং কমিটি সদস্যরা।
আরও পড়ুন: গ্রাম বাংলার মাঠে-ঘাটে কোন কোন প্রাণী দেখা যায়? তার পাঠ দিতে হয়ে গেল শিবির
advertisement
শনিবার দুর্গাপুরের সগড়ভাঙা এলাকা পরিদর্শন করে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। এই এলাকায় বেশ কিছু সরকারি আবাসন আছে। সরকারি আবাসনগুলো বেশ পুরনো হয়ে গিয়েছে। এগুলো নিয়ে আবাসিকরা দীর্ঘদিন ধরেই নানান অভিযোগ তুলছেন। এই সরকারি আবাসন মেরামতের যেমন বিষয় আছে, তেমনই পৈত্রিক সম্পত্তির মতো করে সরকারি আবাসন ব্যবহারেরও অভিযোগ আছে আবাসিকদের একাংশের বিরুদ্ধে। অনেক জায়গায় আবাসন মেরামতের পাশাপাশি জল, বিদ্যুতের ব্যবস্থাও ঠিকঠাক নেই। এই সমস্ত বিষয় নিয়েই আবাসিকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে সবকিছু ভালো করে খতিয়ে থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে আবাসিকদের।
নয়ন ঘোষ





