TRENDING:

Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসের আগে সেজে উঠেছে আসানসোল স্টেশন

Last Updated:

প্রজাতন্ত্র দিবসের আগে রঙিন আলোয় সেজে উঠেছে আসানসোল স্টেশন। সেই সঙ্গে নজর দেওয়া হয়েছে নিরাপত্তায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: রাত পোহালেই যেমন সরস্বতী পুজো, তেমনই ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। আর তাই বুধবার দেশজুড়ে চলছে প্রজাতন্ত্র দিবস পালনের প্রস্তুতি। দিল্লির রাজপথে যেমন জাঁকজমক সহকারে প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে, তেমনই কলকাতার রেড রোডেও প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান হবে। এছাড়াও বাংলার প্রত্যেকটি জেলাতেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হবে। তার প্রস্তুতি চলছে। সেই উপলক্ষে সেজে উঠেছে আসানসোল স্টেশন।
advertisement

বুধবার আসানসোল স্টেশনের মূল ভবনটিকে ত্রিরঙায় সাজিয়ে তোলা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রঙিন এলইডি লাইট দিয়ে, জাতীয় পতাকার রঙে সাজিয়ে তোলা হয় আসানসোল স্টেশনের মূল ভবনটি। পাশাপাশি সাজিয়ে তোলা হয়েছে সংলগ্ন এলাকাটিকেও। নানারকম রঙিন লাইট, স্বাধীনতা সংগ্রামীদের ছবির কাট আউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আসানসোল স্টেশন চত্বর।

আরও পড়ুন: কোচবিহারে জমজমাট সরস্বতী পুজোর বাজার, উপচে পড়ছে ক্রেতার ভিড়

advertisement

অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের আগে নজর দেওয়া হয়েছে আসানসোল ষ্টেশনের নিরাপত্তার দিকেও। কারণ প্রজাতন্ত্র দিবসে নাশকতার আশঙ্কা থাকে। স্বাভাবিকভাবেই যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য রীতিমত কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আসানসোল স্টেশন চত্বর। পুলিশ কর্মীরা লাগাতার নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি পুলিশ কুকুর নিয়ে চলছে তল্লাশি। একদিকে যেমন সীমান্ত সংলগ্ন জাতীয় সড়কে পুলিশ কর্মীরা নাকা তল্লাশি চালাচ্ছেন, তেমনভাবেই রেল পুলিশ কর্মীরা স্টেশন চত্বরের নিরাপত্তায় বিশেষ নজর দিয়েছেন। পাশাপাশি ট্রেন এবং যাত্রীদের ক্ষেত্রে নজর রাখা হচ্ছে নিরাপত্তার স্বার্থে। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের আগে যেমনভাবে আসানসোল স্টেশনের মূল ভবন সংলগ্ন এলাকাটিকে সাজিয়ে তোলা হয়েছে, তেমনভাবে নজর দেওয়া হয়েছে নিরাপত্তার দিকে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসের আগে সেজে উঠেছে আসানসোল স্টেশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল