Saraswati Puja: কোচবিহারে জমজমাট সরস্বতী পুজোর বাজার, উপচে পড়ছে ক্রেতার ভিড়

Last Updated:

কোচবিহার জেলায় সরস্বতী পুজোর জমজমাট বাজার। আট থেকে আশি ক্রেতার ভিড় দোকানে দোকানে

+
সরস্বতী

সরস্বতী প্রতিমা

কোচবিহার: সরস্বতী পুজোর আগের দিন সন্ধেয় কোচবিহারে জমে উঠেছে বাজার। আগামীকাল, অর্থাৎ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন‌ই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে বাঙালি। তাই এবার উৎসবের আমেজ যেন দ্বিগুণ হয়ে গিয়েছে।
কোচবিহারের বাজারে বাজারে সরস্বতীর নানা ধরনের মূর্তি বিক্রি হচ্ছে।এই মুর্তি দেখতে যেমন ভিন্ন, তেমনই দামের দিক থেকেও মূর্তিগুলি ভিন্ন। ছোট, বড় এবং মাঝারি সব মাপের মূর্তি বাজারে পাওয়া যাচ্ছে। বাজারে বিক্রির উদ্যেশ্যে আসা ছোট মূর্তি ১৩০ টাকা থেকে শুরু করে বড় মূর্তি প্রায় ২০০০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে বিগত দুই বছরের তুলনায় এই বছর কিছুটা হলেও মূর্তির চাহিদা ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন বিক্রেতাদের একাংশ।
advertisement
বুধবার সকাল থেকেই বাজারের বিভিন্ন দোকানের সামনে দেখা গেল দেবী সরস্বতীর রকমারি মূর্তির সম্ভার। প্রচুর মানুষ বাজার শেষ করে বাড়িতে সরস্বতীর মূর্তি কিনে নিয়ে যান। তবে মাঝারি ও ছোট মাপের মূর্তির চাহিদাই বেশি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়ার পুজোগুলির ক্ষেত্রে বড় মূর্তির চাহিদা আছে। সেই উদ্দেশে ক্রেতাদের সঙ্গে দরদাম করেন বিক্রেতারাও। সব মিলিয়ে বুধবার‌ই কোচবিহার জেলায় সরস্বতীর পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে।
advertisement
advertisement
বিগত দুই বছর করোনা মহামারির প্রভাবে মূর্তি বিক্রি অনেকটাই কম হয়েছিল। তাই অনেকটাই মন্দার মুখ দেখতে হয়েছিল প্রতিমা শিল্পীদের পাশাপশি মূর্তি বিক্রেতাদের। তবে এই বছর পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে মূর্তির চাহিদা‌ও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মূর্তি বিক্রেতা নারায়ণ পাল জানান, "গত বছর বিক্রির জন্য নিয়ে আসা প্রতিমায় প্রচুর লোকসানের মুখ দেখতে হয়েছিল। অনেক প্রতিমা বিক্রি করা সম্ভব হয়নি। তবে এই বছর হয়ত আর সেই পরিস্থিতি তৈরি হবে না। এই বছর মূর্তির চাহিদা আছে বাজারে। হয়ত সব মূর্তিই বিক্রি হয়ে যাবে।" মৃৎশিল্পী বাদল পাল বলেন, "এই বছর ভাল প্রতিমা বিক্রির আশায় অনেক মূর্তি বানানো হয়েছে। আশায় করি সব মূর্তি বিক্রি হয়ে যাবে।"
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Saraswati Puja: কোচবিহারে জমজমাট সরস্বতী পুজোর বাজার, উপচে পড়ছে ক্রেতার ভিড়
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement