North 24 Parganas News: মুখ্যমন্ত্রীর পরিবর্তে যাত্রা উৎসবের উদ্বোধন করলেন অরূপ বিশ্বাস

Last Updated:

বারাসতে ২৭ তম যাত্রা উৎসবের উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই বছর মুখ্যমন্ত্রীর পরিবর্তে তিনিই পালন করলেন গুরু দায়িত্ব

+
title=

উত্তর ২৪ পরগনা: ২৭ তম যাত্রা উৎসবের সূচনা হল বারাসতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে বিগত বেশ কয়েক বছর ধরেই যাত্রা উৎসব হয়ে আসছে রাজ্যের নানা প্রান্তে। যাত্রা শিল্পীদের নিয়ে এই আয়োজন করে রাজ্য যাত্রা অ্যাকাডেমি।
প্রযুক্তির যুগে অনেকটাই পেছনের সারিতে চলে গিয়েছে এই শিল্প। এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের রুটি-রুজিতে টান পড়ে। পরবর্তীতে বাম জমানার অবসান ও তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই যাত্রা শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য যাত্রা উৎসবের সূচনা করেন বারাসতের কাছারি ময়দান থেকে।
advertisement
advertisement
প্রথম থেকেই বারাসতের কাছারি ময়দানে হয়ে আসছে এই যাত্রা উৎসব। বুধবার এই বছরের যাত্রা উৎসবের সূচনা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ঘণ্টা বাজিয়ে তিনি শুভ সূচনা ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দমকলমন্ত্রী সুজিত বসু সহ অন্যান্য বিধায়ক ও পুর প্রতিনিধিরা। অন্যান্য বছর অবশ্য স্বয়ং মুখ্যমন্ত্রী এই যাত্রা উৎসবের উদ্বোধন করতেন। এই বছর অন্য কর্মসূচি থাকায় তিনি আসতে পারেননি।
advertisement
বুধবার বারাসতে এই উৎসবের সূচনা হলেও রাজ্যের অন্যান্য প্রান্তে বেশ কিছুদিন ধরে চলবে এই যাত্রা উৎসব। বিভিন্ন মঞ্চে অনুষ্ঠিত হবে নানান যাত্রাপালা। মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন দাবি করেন, যাত্রাশিল্প আগের থেকে অনেকটাই বিস্তার লাভ করেছে। এদিন যাত্রা শিল্পীদের পাশে দাঁড়াতে সরকারের তরফ থেকে ১০০০ যাত্রা শিল্পীদের হাতে ভাতা তুলে দেওয়া হয়। অরূপ বিশ্বাস জানান, গ্রাম ছাড়িয়ে এখন শহর ও শহরতলীতেও যাত্রা পৌঁছে গিয়েছে। বহু মানুষ এখন যাত্রা দেখেন।
advertisement
রুদ্রনারায়ণ রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মুখ্যমন্ত্রীর পরিবর্তে যাত্রা উৎসবের উদ্বোধন করলেন অরূপ বিশ্বাস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement