আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন মেয়র বিধান উপাধ্যায়। আর সেখানেই কিনা ছাই ফেলে চলছে পুকুর ভরাটের কাজ। যে পুকুরটি বেআইনিভাবে ভরাট করা হচ্ছে তার সামনেই অবস্থিত জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং-র কার্যালয়।
আরও পড়ুন: তাঁর গান নিয়ে ব্যঙ্গ! কৈফিয়ৎ চাইতে সটান শিক্ষিকার বাড়িতে হাজির মেয়র
advertisement
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, জলাশয় ভরাট ঠেকাতে আগেই উদ্যোগী হয়েছিলেন মেয়র বিধান উপাধ্যায়। তিনি বিষয়টি খতিয়ে দেখার জন্য পুরসভার ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছিলেন। তখন চাপে পড়ে সাময়িকভাবে পুকুর ভরাটের কাজ বন্ধ হয়েছিল। কিন্তু আবার বেআইনিভাবে শুরু হয়েছে এই কাজ।
তাঊর ওয়ার্ডে ফের বেআইনিভাবে পুকুরঘাটের কাজ শুরু হয়েছে জানতে পেরে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানান, বিষয়টি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে ১ নম্বর বোরোর চেয়ারম্যানকে। তিনি জায়গাটি পরিদর্শন করার পরে প্রয়োজনমত পুলিশের দ্বারস্থ হবেন। অভিযোগ দায়ের করা হবে। তবে খোদ মেয়রের ওয়ার্ডে পুকুর ভরাটের ঘটনা ঘটায় কটাক্ষ করেছে বিরোধী দলগুলি।
নয়ন ঘোষ