আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে চলতি মাসের দুই সপ্তাহে কোন থানায় কোন আধিকারিককে পাওয়া যাবে, সেই বিষয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তৃতীয় সপ্তাহের ১৮ জুন থেকে মিট ইওর অফিসার শুরু হচ্ছে। এই প্রকল্প অনুযায়ী, বিভিন্ন থানায় পুলিশ কমিশনার ছাড়াও ডিসিপি পদমর্যাদার অফিসার এবং এসিপি পদমর্যাদার অফিসারদের পাওয়া যাবে।
advertisement
এলাকা অনুযায়ী সেই থানায় গিয়ে স্থানীয় মানুষজন তাদের অভিযোগের কথা জানাতে পারবেন সেই সমস্ত শীর্ষ কর্তাদের। অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করবেন পুলিশকর্তারা। উল্লেখ্য কিছুদিন আগেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কমিশনার এস নীলকন্ঠম জানিয়েছিলেন, তাদের লক্ষ্য জনসংযোগ বাড়ানো। সেজন্যই কমিশনার আসানসোল ছাড়াও দুর্গাপুরে বসবেন সপ্তাহে একদিন করে।
আরও পড়ুনঃ ন'দিনের লড়াই শেষে দিদির বাড়ি গেলেন রেনু খাতুন
সূত্রের খবর, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের লক্ষ্য জনসংযোগ বাড়ানো। জেলার কোথায় কি দুষ্কর্ম হচ্ছে, সেই সমস্ত সমস্যার সমাধান করা এবং মানুষের পাশে থাকা। দুয়ারে সরকার প্রকল্পে যেমন প্রতিটি মানুষ সুবিধা লাভ করেছেন, তেমন ভাবেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটও সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছে। এবার জেনে নিন কোন থানায়, কোন দিন, কোন অফিসারকে পাবেন আপনার সমস্যার সমাধানের জন্য।
আরও পড়ুনঃ দুদিনের ক্যারাম প্রতিযোগিতার আয়োজন দুর্গাপুরে
- সুধীর কুমার নীলকণ্ঠম (পুলিশ কমিশনার)
১৮/০৬/২০২২ - জমুরিয়া থানা
২৫/০৬/২০২২ - অন্ডাল থানা
- অভিষেক মোদি (ডিসিপি ওয়েস্ট)
১৮/০৬/২০২২ - সালানপুর থানা
২৫/০৬/২০২২ - হীরাপুর থানা
- অভিষেক গুপ্তা (ডিসিপি ইস্ট)
১৮/০৬/২০২২ - কাঁকসা থানা
- এস কুলদীপ সুরেশ (ডিসিপি সেন্ট্রাল)
২৫/০৬/২০২২ - আসানসোল থানা
- এসিপি হিরাপুর
১৮/০৬/২০২২ - বারাবনী থানা
- এসিপি সেন্ট্রাল (I)
১৮/০৬/২০২২ - আসানসোল উত্তর থানা
- এসিপি সেন্ট্রাল (II)
২৫/০৬/২০২২ - চুরুলিয়া আউট পোস্ট
- এসিপি অন্ডাল
১৮/০৬/২০২২ - ফরিদপুর থানা
- এসিপি দুর্গাপুর
১৮/০৬/২০২২ - দুর্গাপুর থানা
২৫/০৬/২০২২ - নিউ টাউন শিপ থানা
- এসিপি কাঁকসা
২৫/০৬/২০২২ - বুদবুদ থানা
যদিও এই দিনগুলিতে কখন এই আধিকারিকদের পাওয়া যাবে, সে বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ করা হয়েছে। তা ছাড়াও যেকোনও প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে নীচে দেওয়া পুলিশ কমিশনারেটের নম্বরগুলিতে।
- 100
- 0341-2250347
- 0341-2250298
- 8116604400
- 8116604401
Nayan Ghosh